শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি ?
উত্তর: বীণা।
প্রশ্ন:২
এখনো সঙ্গীতের মাধ্যমে বেদ পাঠ করা হয় কোথায় ?
উত্তর: বারাণসী।
প্রশ্ন:৩
বিখ্যাত হিন্দি নাটক ‘চরণ দাস চোর’ এর পরিচালক কে ?
উত্তর: হাবিব তনবীর।
প্রশ্ন:৪
‘নাট্যশাস্ত্র’ কার লেখা গ্রন্থ ?
উত্তর: ভরত মুনি।
প্রশ্ন:৫
‘প্রফুল্ল’ নাটকটির রচয়িতার নাম কি ?
উত্তর: গিরিশ ঘোষ।
প্রশ্ন:৬
কোন্ ঘরানা সবচেয়ে প্রাচীন ?
উত্তর: গোয়ালিয়র ঘরানা।
প্রশ্ন:৭
‘আলমগীর’ নাটকটি কার লেখা ?
উত্তর: ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ।
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ ভারতীয় শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হননি ?
উত্তর: আলি আকবর খান।
প্রশ্ন:৯
সঙ্গীতের আদি গুরু কাকে বলা হয় ?
উত্তর: ব্রহ্মা।
প্রশ্ন:১০
গর্বা নাচ ভারতের কোন্ রাজ্যে প্রচলিত ?
উত্তর: গুজরাট।
Comments
Post a Comment