দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি ?
উত্তর: বীণা।
প্রশ্ন:২
এখনো সঙ্গীতের মাধ্যমে বেদ পাঠ করা হয় কোথায় ?
উত্তর: বারাণসী।
প্রশ্ন:৩
বিখ্যাত হিন্দি নাটক ‘চরণ দাস চোর’ এর পরিচালক কে ?
উত্তর: হাবিব তনবীর।
প্রশ্ন:৪
‘নাট্যশাস্ত্র’ কার লেখা গ্রন্থ ?
উত্তর: ভরত মুনি।
প্রশ্ন:৫
‘প্রফুল্ল’ নাটকটির রচয়িতার নাম কি ?
উত্তর: গিরিশ ঘোষ।
প্রশ্ন:৬
কোন্ ঘরানা সবচেয়ে প্রাচীন ?
উত্তর: গোয়ালিয়র ঘরানা।
প্রশ্ন:৭
‘আলমগীর’ নাটকটি কার লেখা ?
উত্তর: ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ।
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ ভারতীয় শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হননি ?
উত্তর: আলি আকবর খান।
প্রশ্ন:৯
সঙ্গীতের আদি গুরু কাকে বলা হয় ?
উত্তর: ব্রহ্মা।
প্রশ্ন:১০
গর্বা নাচ ভারতের কোন্ রাজ্যে প্রচলিত ?
উত্তর: গুজরাট।
Comments
Post a Comment