ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ?
উত্তর: মুখ্যসচিব।
প্রশ্ন:২
উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি ?
উত্তর: উত্তরকন্যা।
প্রশ্ন:৩
‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা কে প্রচলন করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:৪
আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক—
উত্তর: ক্যান্ডেলা।
প্রশ্ন:৫
কোন্ লেন্সকে অভিসারী লেন্স বলে ?
উত্তর: উত্তল লেন্সকে।
প্রশ্ন:৬
কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর: ১৯৯৯ সালে।
প্রশ্ন:৭
কাকে নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় ?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৮
দুজন কুস্তীগিরের নাম লেখো।
উত্তর: সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত।
প্রশ্ন:৯
প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর: দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে।
প্রশ্ন:১০
কাবেরি নদীর একটি উপনদীর নাম কি ?
উত্তর: ভবানী নদী।
Comments
Post a Comment