নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ?
উত্তর: মুখ্যসচিব।
প্রশ্ন:২
উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি ?
উত্তর: উত্তরকন্যা।
প্রশ্ন:৩
‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা কে প্রচলন করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:৪
আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক—
উত্তর: ক্যান্ডেলা।
প্রশ্ন:৫
কোন্ লেন্সকে অভিসারী লেন্স বলে ?
উত্তর: উত্তল লেন্সকে।
প্রশ্ন:৬
কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর: ১৯৯৯ সালে।
প্রশ্ন:৭
কাকে নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় ?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৮
দুজন কুস্তীগিরের নাম লেখো।
উত্তর: সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত।
প্রশ্ন:৯
প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর: দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে।
প্রশ্ন:১০
কাবেরি নদীর একটি উপনদীর নাম কি ?
উত্তর: ভবানী নদী।
Comments
Post a Comment