দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ?
উত্তর: মুখ্যসচিব।
প্রশ্ন:২
উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি ?
উত্তর: উত্তরকন্যা।
প্রশ্ন:৩
‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা কে প্রচলন করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজি।
প্রশ্ন:৪
আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক—
উত্তর: ক্যান্ডেলা।
প্রশ্ন:৫
কোন্ লেন্সকে অভিসারী লেন্স বলে ?
উত্তর: উত্তল লেন্সকে।
প্রশ্ন:৬
কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর: ১৯৯৯ সালে।
প্রশ্ন:৭
কাকে নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় ?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৮
দুজন কুস্তীগিরের নাম লেখো।
উত্তর: সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত।
প্রশ্ন:৯
প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর: দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে।
প্রশ্ন:১০
কাবেরি নদীর একটি উপনদীর নাম কি ?
উত্তর: ভবানী নদী।
Comments
Post a Comment