শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘চিড়িয়াখানা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?
উত্তর: উত্তমকুমার।
প্রশ্ন:২
১৯৬৯ সালে মৃণাল সেনের কোন্ ছবিটি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল ?
উত্তর: ভুবন সোম।
প্রশ্ন:৩
‘গণদেবতা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?
উত্তর: সৌমিত্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন:৪
‘লাল দরজা’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: বুদ্ধদেব দাশগুপ্ত।
প্রশ্ন:৫
কাগজ কি ফুল ছবির পরিচালক কে ?
উত্তর: গুরু দত্ত।
প্রশ্ন:৬
ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত কোন্ চলচ্চিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ?
উত্তর: দ্য লাস্ট লিয়র।
প্রশ্ন:৭
‘তিতাস একটি নদীর নাম’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৮
‘সাত পাকে বাঁধা’ ছবিতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছিলেন ?
উত্তর: সুচিত্রা সেন।
প্রশ্ন:৯
ফরাসী সরকারের বিশেষ পুরস্কার ‘লিজিয়ন অব অনার’ কে পেয়েছেন ?
উত্তর: সত্যজিৎ রায়।
প্রশ্ন:১০
প্রথম কোন্ ছবিতে রজত জয়ন্তী হয় ?
উত্তর: কপালকুণ্ডলা।
Comments
Post a Comment