দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘চিড়িয়াখানা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?
উত্তর: উত্তমকুমার।
প্রশ্ন:২
১৯৬৯ সালে মৃণাল সেনের কোন্ ছবিটি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল ?
উত্তর: ভুবন সোম।
প্রশ্ন:৩
‘গণদেবতা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?
উত্তর: সৌমিত্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন:৪
‘লাল দরজা’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: বুদ্ধদেব দাশগুপ্ত।
প্রশ্ন:৫
কাগজ কি ফুল ছবির পরিচালক কে ?
উত্তর: গুরু দত্ত।
প্রশ্ন:৬
ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত কোন্ চলচ্চিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ?
উত্তর: দ্য লাস্ট লিয়র।
প্রশ্ন:৭
‘তিতাস একটি নদীর নাম’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৮
‘সাত পাকে বাঁধা’ ছবিতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছিলেন ?
উত্তর: সুচিত্রা সেন।
প্রশ্ন:৯
ফরাসী সরকারের বিশেষ পুরস্কার ‘লিজিয়ন অব অনার’ কে পেয়েছেন ?
উত্তর: সত্যজিৎ রায়।
প্রশ্ন:১০
প্রথম কোন্ ছবিতে রজত জয়ন্তী হয় ?
উত্তর: কপালকুণ্ডলা।
Comments
Post a Comment