দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘চিড়িয়াখানা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?
উত্তর: উত্তমকুমার।
প্রশ্ন:২
১৯৬৯ সালে মৃণাল সেনের কোন্ ছবিটি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল ?
উত্তর: ভুবন সোম।
প্রশ্ন:৩
‘গণদেবতা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?
উত্তর: সৌমিত্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন:৪
‘লাল দরজা’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: বুদ্ধদেব দাশগুপ্ত।
প্রশ্ন:৫
কাগজ কি ফুল ছবির পরিচালক কে ?
উত্তর: গুরু দত্ত।
প্রশ্ন:৬
ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত কোন্ চলচ্চিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ?
উত্তর: দ্য লাস্ট লিয়র।
প্রশ্ন:৭
‘তিতাস একটি নদীর নাম’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৮
‘সাত পাকে বাঁধা’ ছবিতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছিলেন ?
উত্তর: সুচিত্রা সেন।
প্রশ্ন:৯
ফরাসী সরকারের বিশেষ পুরস্কার ‘লিজিয়ন অব অনার’ কে পেয়েছেন ?
উত্তর: সত্যজিৎ রায়।
প্রশ্ন:১০
প্রথম কোন্ ছবিতে রজত জয়ন্তী হয় ?
উত্তর: কপালকুণ্ডলা।
Comments
Post a Comment