ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘নরসিংহম কমিটি’ কোন্ ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয় ?
উত্তর: ব্যাঙ্কিং।
প্রশ্ন:২
কত কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৫৩ সালে গঠিত হয় ?
উত্তর: ৫ কোটি।
প্রশ্ন:৩
ভারতে খাদ্য নিগম (FCI) কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয় ?
উত্তর: তৃতীয় পরিকল্পনা।
প্রশ্ন:৪
কবে কয়লাখনির জাতীয়করণ করা হয় ?
উত্তর: ১৯৭৩ সালে।
প্রশ্ন:৫
কোন্ কমিটি কৃষিনীতি ও কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল ?
উত্তর: ভূতলিঙ্গম কমিটি।
প্রশ্ন:৬
বিশ্বব্যাঙ্কের হিসাব অনুসারে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন্ দেশের মানুষের ?
উত্তর: সুইজারল্যান্ড।
প্রশ্ন:৭
দূর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় ?
উত্তর: পশ্চিম জার্মানি।
প্রশ্ন:৮
কার নেতৃত্বে গরিবি হটাও–এর কর্মসূচি গৃহীত হয় ?
উত্তর: ইন্দিরা গান্ধি।
প্রশ্ন:৯
ভারত কবে আন্তর্জাতিক অর্থভান্ডারের সদস্য হয় ?
উত্তর: ১৯৪৭ সালে।
প্রশ্ন:১০
বাজেটে উপস্থাপনার অংশে কয় বছরের কথা থাকে ?
উত্তর: তিন বছরের।
Comments
Post a Comment