দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘নরসিংহম কমিটি’ কোন্ ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয় ?
উত্তর: ব্যাঙ্কিং।
প্রশ্ন:২
কত কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৫৩ সালে গঠিত হয় ?
উত্তর: ৫ কোটি।
প্রশ্ন:৩
ভারতে খাদ্য নিগম (FCI) কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয় ?
উত্তর: তৃতীয় পরিকল্পনা।
প্রশ্ন:৪
কবে কয়লাখনির জাতীয়করণ করা হয় ?
উত্তর: ১৯৭৩ সালে।
প্রশ্ন:৫
কোন্ কমিটি কৃষিনীতি ও কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল ?
উত্তর: ভূতলিঙ্গম কমিটি।
প্রশ্ন:৬
বিশ্বব্যাঙ্কের হিসাব অনুসারে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন্ দেশের মানুষের ?
উত্তর: সুইজারল্যান্ড।
প্রশ্ন:৭
দূর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় ?
উত্তর: পশ্চিম জার্মানি।
প্রশ্ন:৮
কার নেতৃত্বে গরিবি হটাও–এর কর্মসূচি গৃহীত হয় ?
উত্তর: ইন্দিরা গান্ধি।
প্রশ্ন:৯
ভারত কবে আন্তর্জাতিক অর্থভান্ডারের সদস্য হয় ?
উত্তর: ১৯৪৭ সালে।
প্রশ্ন:১০
বাজেটে উপস্থাপনার অংশে কয় বছরের কথা থাকে ?
উত্তর: তিন বছরের।
Comments
Post a Comment