🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘নরসিংহম কমিটি’ কোন্ ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয় ?
উত্তর: ব্যাঙ্কিং।
প্রশ্ন:২
কত কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৫৩ সালে গঠিত হয় ?
উত্তর: ৫ কোটি।
প্রশ্ন:৩
ভারতে খাদ্য নিগম (FCI) কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয় ?
উত্তর: তৃতীয় পরিকল্পনা।
প্রশ্ন:৪
কবে কয়লাখনির জাতীয়করণ করা হয় ?
উত্তর: ১৯৭৩ সালে।
প্রশ্ন:৫
কোন্ কমিটি কৃষিনীতি ও কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল ?
উত্তর: ভূতলিঙ্গম কমিটি।
প্রশ্ন:৬
বিশ্বব্যাঙ্কের হিসাব অনুসারে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন্ দেশের মানুষের ?
উত্তর: সুইজারল্যান্ড।
প্রশ্ন:৭
দূর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় ?
উত্তর: পশ্চিম জার্মানি।
প্রশ্ন:৮
কার নেতৃত্বে গরিবি হটাও–এর কর্মসূচি গৃহীত হয় ?
উত্তর: ইন্দিরা গান্ধি।
প্রশ্ন:৯
ভারত কবে আন্তর্জাতিক অর্থভান্ডারের সদস্য হয় ?
উত্তর: ১৯৪৭ সালে।
প্রশ্ন:১০
বাজেটে উপস্থাপনার অংশে কয় বছরের কথা থাকে ?
উত্তর: তিন বছরের।
Comments
Post a Comment