শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সুনীল গঙ্গোপাধ্যায় কোন্ ছদ্মনামটি ব্যবহার করতেন ?
উত্তর: নীললোহিত।
প্রশ্ন:২
ভারতে গান্ধিজী প্রথম সত্যাগ্রহ করেন—
উত্তর: চম্পারনে।
প্রশ্ন:৩
WTO সদরদপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: জেনেভা।
প্রশ্ন:৪
নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
উত্তর: নরওয়ে।
প্রশ্ন:৫
অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে ?
উত্তর: ভারতচন্দ্র রায়গুনাকর।
প্রশ্ন:৬
হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ডেভিড হেয়ার।
প্রশ্ন:৭
ভারতের সশস্ত্র বিপ্লবাদের জনক বলা হয়—
উত্তর: বাসুদেব বলবন ফাড়কে।
প্রশ্ন:৮
আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর: জর্জ ওয়াশিংটন।
প্রশ্ন:৯
দুদুমিঞা ছিলেন—
উত্তর: ফরাজি বিদ্রোহের নেতা।
প্রশ্ন:১০
অশোকের শিলালিপি গুলি পাঠোদ্ধার করেন—
উত্তর: জেমস প্রিন্সেপ।
Comments
Post a Comment