ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সুনীল গঙ্গোপাধ্যায় কোন্ ছদ্মনামটি ব্যবহার করতেন ?
উত্তর: নীললোহিত।
প্রশ্ন:২
ভারতে গান্ধিজী প্রথম সত্যাগ্রহ করেন—
উত্তর: চম্পারনে।
প্রশ্ন:৩
WTO সদরদপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: জেনেভা।
প্রশ্ন:৪
নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
উত্তর: নরওয়ে।
প্রশ্ন:৫
অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে ?
উত্তর: ভারতচন্দ্র রায়গুনাকর।
প্রশ্ন:৬
হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ডেভিড হেয়ার।
প্রশ্ন:৭
ভারতের সশস্ত্র বিপ্লবাদের জনক বলা হয়—
উত্তর: বাসুদেব বলবন ফাড়কে।
প্রশ্ন:৮
আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর: জর্জ ওয়াশিংটন।
প্রশ্ন:৯
দুদুমিঞা ছিলেন—
উত্তর: ফরাজি বিদ্রোহের নেতা।
প্রশ্ন:১০
অশোকের শিলালিপি গুলি পাঠোদ্ধার করেন—
উত্তর: জেমস প্রিন্সেপ।
Comments
Post a Comment