পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন্ প্রোটিন থাকে ?
উত্তর: প্রোটামিন।
প্রশ্ন:২
এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৭৮৪ সালে।
প্রশ্ন:৩
স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার কে করেন ?
উত্তর: ড. এডওয়ার্ড জেনার।
প্রশ্ন:৪
গান্ধিজিকে মহত্মা নামে কে অভিহিত করেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৫
পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে বলে ?
উত্তর: এন্টোমেফিলি।
প্রশ্ন:৬
উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোন্ হরমোন ফল পাকাতে সাহায্য করে ?
উত্তর: ইথিলিন।
প্রশ্ন:৭
মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কি ?
উত্তর: থাইমাস।
প্রশ্ন:৮
গমের মধ্যে মরিচা রোগ হয়—
উত্তর: পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে।
প্রশ্ন:৯
সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে কি বলে ?
উত্তর: ডিপ্লোজোম।
প্রশ্ন:১০
উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন ?
উত্তর: মার্কিন ভূবিজ্ঞানী।
Comments
Post a Comment