দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
আরব সাগরের রানী বলা হয় কাকে ?
উত্তর: কোচিনকে।
প্রশ্ন:২
কাবুলিওয়ালা ছোটগল্পটি কে রচনা করেছেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৩
দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উত্তর: আন্দিজ।
প্রশ্ন:৪
নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত ?
উত্তর: পাটনায়।
প্রশ্ন:৫
গ্রিসের রাজধানীর নাম কি ?
উত্তর: এথেন্স।
প্রশ্ন:৬
রিকেট রোগটি হয়—
উত্তর: ভিটামিন D এর অভাবে।
প্রশ্ন:৭
জৈনদের ২৩ তম তীর্থংকর কে ?
উত্তর: পার্শ্বনাথ।
প্রশ্ন:৮
ম্যাডোনা ছবিটি এঁকেছেন—
উত্তর: রাফায়েল।
প্রশ্ন:৯
চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে—
উত্তর: গুজরাট।
প্রশ্ন:১০
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উত্তর: বনফুল।
Comments
Post a Comment