নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
আরব সাগরের রানী বলা হয় কাকে ?
উত্তর: কোচিনকে।
প্রশ্ন:২
কাবুলিওয়ালা ছোটগল্পটি কে রচনা করেছেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৩
দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উত্তর: আন্দিজ।
প্রশ্ন:৪
নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত ?
উত্তর: পাটনায়।
প্রশ্ন:৫
গ্রিসের রাজধানীর নাম কি ?
উত্তর: এথেন্স।
প্রশ্ন:৬
রিকেট রোগটি হয়—
উত্তর: ভিটামিন D এর অভাবে।
প্রশ্ন:৭
জৈনদের ২৩ তম তীর্থংকর কে ?
উত্তর: পার্শ্বনাথ।
প্রশ্ন:৮
ম্যাডোনা ছবিটি এঁকেছেন—
উত্তর: রাফায়েল।
প্রশ্ন:৯
চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে—
উত্তর: গুজরাট।
প্রশ্ন:১০
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উত্তর: বনফুল।
Comments
Post a Comment