ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
আরব সাগরের রানী বলা হয় কাকে ?
উত্তর: কোচিনকে।
প্রশ্ন:২
কাবুলিওয়ালা ছোটগল্পটি কে রচনা করেছেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৩
দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উত্তর: আন্দিজ।
প্রশ্ন:৪
নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত ?
উত্তর: পাটনায়।
প্রশ্ন:৫
গ্রিসের রাজধানীর নাম কি ?
উত্তর: এথেন্স।
প্রশ্ন:৬
রিকেট রোগটি হয়—
উত্তর: ভিটামিন D এর অভাবে।
প্রশ্ন:৭
জৈনদের ২৩ তম তীর্থংকর কে ?
উত্তর: পার্শ্বনাথ।
প্রশ্ন:৮
ম্যাডোনা ছবিটি এঁকেছেন—
উত্তর: রাফায়েল।
প্রশ্ন:৯
চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে—
উত্তর: গুজরাট।
প্রশ্ন:১০
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উত্তর: বনফুল।
Comments
Post a Comment