পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে কোন্ গল্প কাহিনীটির পরিচয় পাওয়া যায় ?
উত্তর: জাতক।
প্রশ্ন:২
চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কোন্ সুলতান স্থাপন করেছিলেন ?
উত্তর: জালালউদ্দিন খলজী।
প্রশ্ন:৩
সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?
উত্তর: সামন্ত সেন।
প্রশ্ন:৪
পশ্চিম ভারতের চালুক্য বংশের পরের রাজবংশ কোনটি ?
উত্তর: চোল।
প্রশ্ন:৫
প্রথম কোন্ যুগে ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয় ?
উত্তর: মৌর্য যুগে।
প্রশ্ন:৬
“দুরানী” বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: আহমদ শাহ আবদালী।
প্রশ্ন:৭
সলুভ বংশ কত বছর রাজত্ব করে ?
উত্তর: উনিশ বছর।
প্রশ্ন:৮
কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল ?
উত্তর: আলাউদ্দিন খলজী।
প্রশ্ন:৯
কাকে সুলতান যুগের আকবর আখ্যা দিয়ে থাকি ?
উত্তর: দ্বিতীয় পুলকেশী।
প্রশ্ন:১০
কোন্ রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন ?
উত্তর: পল্লব।
Comments
Post a Comment