পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বাতাসের আদ্রতা মাপার জন্য কোন্ যন্ত্র ব্যবহৃত হয় ?
উত্তর: হাইগ্রোমিটার।
প্রশ্ন:২
রেলের মত বৃহত্তম সংস্থার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা কি ?
উত্তর: মাঝে মাঝে পরীক্ষা করা।
প্রশ্ন:৩
পারদ ব্যারোমিটারে তরল হিসাবে ব্যবহৃত হয় কারণ ?
উত্তর: এটি গাঢ় ঘনত্বের তরল।
প্রশ্ন:৪
কোনো সাঁতারু সাধারণ জলের চেয়ে সমুদ্র জলে সাঁতার কাটতে সুবিধাজনক মনে করে কেন ?
উত্তর: সমুদ্রের জলের ঘনত্ব বেশি।
প্রশ্ন:৫
নেপানগর কিসের জন্য বিখ্যাত?
উত্তর: নিউজপ্রিন্টের জন্য।
প্রশ্ন:৬
জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত ডিগ্রী তাপমাত্রায় ?
উত্তর: 4°C তাপমাত্রায়।
প্রশ্ন:৭
বন্ধ ঘরে কাঠ কয়লা বা গ্যাসস্টোভ ব্যবহার করতে নিষেধ করার কারণ কি ?
উত্তর: কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া হতে পারে।
প্রশ্ন:৮
নক্ষত্রের আলো মিটমিট করে কেন ?
উত্তর: অপবর্তন (Diffraction) এর জন্য।
প্রশ্ন:৯
একটি পরমাণুর আকার প্রায়—
উত্তর: ১০^-৮ সেন্টিমিটার।
প্রশ্ন:১০
লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর: সিকান্দার লোদি।
Comments
Post a Comment