দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল—
উত্তর: লালা লাজপৎ রায়।
প্রশ্ন:২
কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
উত্তর: ১৮৫৭ সালে।
প্রশ্ন:৩
তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল—
উত্তর: সাতপুরা পর্বত।
প্রশ্ন:৪
ভারতের তোতাপাখি বলা হয়—
উত্তর: আমীর খসরুকে।
প্রশ্ন:৫
ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন—
উত্তর: মেগাস্থিনিস।
প্রশ্ন:৬
বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন—
উত্তর: ১৮৮৯ সালে।
প্রশ্ন:৭
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন—
উত্তর: এডিসন।
প্রশ্ন:৮
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে—
উত্তর: দোয়াব।
প্রশ্ন:৯
নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল—
উত্তর: নদীয়া জেলায়।
প্রশ্ন:১০
হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন—
উত্তর: রাষ্ট্রপতি।
Comments
Post a Comment