ভারতীয় সভ্যতার বিবর্তন - এক নম্বরের প্রশ্নোত্তর ১। ভারতবর্ষের প্রাচীনতম নগর সভ্যতার নাম লেখো। উঃ। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল সিন্ধুসভ্যতা। ২। সিন্ধুসভ্যতা কে, কবে আবিষ্কার করেন? উঃ। ১৯২২ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি সিন্ধুসভ্যতা আবিষ্কার করেন। এসময় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন স্যার জন মার্শাল। ৩। 'মহেন-জো-দারো' কথার অর্থ কী? উঃ। মহেন-জো-দারো কথার অর্থ-‘মৃতের স্তূপ’। ৪। সিন্ধুসভ্যতা কোন্ যুগের সভ্যতা? উঃ। সিন্ধুসভ্যতা 'তাম্র-প্রস্তর যুগ’ (Chalcolithic Age)-এর সভ্যতা। ৫। হরপ্পা কোথায় অবস্থিত? উঃ। পাঞ্জাবের মন্টগোমারি-তে হরপ্পা অবস্থিত।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল—
উত্তর: লালা লাজপৎ রায়।
প্রশ্ন:২
কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
উত্তর: ১৮৫৭ সালে।
প্রশ্ন:৩
তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল—
উত্তর: সাতপুরা পর্বত।
প্রশ্ন:৪
ভারতের তোতাপাখি বলা হয়—
উত্তর: আমীর খসরুকে।
প্রশ্ন:৫
ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন—
উত্তর: মেগাস্থিনিস।
প্রশ্ন:৬
বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন—
উত্তর: ১৮৮৯ সালে।
প্রশ্ন:৭
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন—
উত্তর: এডিসন।
প্রশ্ন:৮
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে—
উত্তর: দোয়াব।
প্রশ্ন:৯
নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল—
উত্তর: নদীয়া জেলায়।
প্রশ্ন:১০
হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন—
উত্তর: রাষ্ট্রপতি।
Comments
Post a Comment