ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল—
উত্তর: লালা লাজপৎ রায়।
প্রশ্ন:২
কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
উত্তর: ১৮৫৭ সালে।
প্রশ্ন:৩
তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল—
উত্তর: সাতপুরা পর্বত।
প্রশ্ন:৪
ভারতের তোতাপাখি বলা হয়—
উত্তর: আমীর খসরুকে।
প্রশ্ন:৫
ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন—
উত্তর: মেগাস্থিনিস।
প্রশ্ন:৬
বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন—
উত্তর: ১৮৮৯ সালে।
প্রশ্ন:৭
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন—
উত্তর: এডিসন।
প্রশ্ন:৮
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে—
উত্তর: দোয়াব।
প্রশ্ন:৯
নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল—
উত্তর: নদীয়া জেলায়।
প্রশ্ন:১০
হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন—
উত্তর: রাষ্ট্রপতি।
Comments
Post a Comment