প্রাচীন ভারতের জনগোষ্ঠী বা জাতিতত্ত্ব ভারতের বিশাল ভূখণ্ডে যুগে যুগে নানা জাতি ও উপজাতির আগমন ঘটেছে। এই মহামিলনের ফলেই গড়ে উঠেছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ (V.A. Smith) তাই যথার্থই ভারতকে 'নৃতত্ত্বের জাদুঘর' (Ethnological Museum) বলে অভিহিত করেছেন।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল—
উত্তর: লালা লাজপৎ রায়।
প্রশ্ন:২
কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
উত্তর: ১৮৫৭ সালে।
প্রশ্ন:৩
তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল—
উত্তর: সাতপুরা পর্বত।
প্রশ্ন:৪
ভারতের তোতাপাখি বলা হয়—
উত্তর: আমীর খসরুকে।
প্রশ্ন:৫
ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন—
উত্তর: মেগাস্থিনিস।
প্রশ্ন:৬
বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন—
উত্তর: ১৮৮৯ সালে।
প্রশ্ন:৭
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন—
উত্তর: এডিসন।
প্রশ্ন:৮
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে—
উত্তর: দোয়াব।
প্রশ্ন:৯
নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল—
উত্তর: নদীয়া জেলায়।
প্রশ্ন:১০
হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন—
উত্তর: রাষ্ট্রপতি।
Comments
Post a Comment