পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পৃথিবীর প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে ?
উত্তর: ১৯২৭ সালে।
প্রশ্ন:২
হলিউডে প্রথম কোন্ ভারতীয় অভিনয় করেন ?
উত্তর: দস্তাগীর।
প্রশ্ন:৩
প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ?
উত্তর: ভানু আথাইয়া।
প্রশ্ন:৪
‘টাইটানিক’ চলচ্চিত্রটির পরিচালক কে ?
উত্তর: জেমস ক্যামেরুন।
প্রশ্ন:৫
‘এলিজাবেথ’ চলচ্চিত্রটির পরিচালক কে ?
উত্তর: শেখর কাপুর।
প্রশ্ন:৬
ভারতের প্রথম রঙিন ছবি কোথায় প্রস্তুত হয় ?
উত্তর: কলকাতা।
প্রশ্ন:৭
‘রোমান হলিডে’ ছবির নায়কের নাম কি ?
উত্তর: গ্রেগরি পেক।
প্রশ্ন:৮
‘নাগরিক’ চিত্রের পরিচালক কে ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৯
প্রথম সবাক চিত্র কে তৈরি করেন ?
উত্তর: ডি.সিকা।
প্রশ্ন:১০
বাংলা চলচ্চিত্রটির নাম কি ?
উত্তর: বিল্বমঙ্গল।
Comments
Post a Comment