শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পৃথিবীর প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে ?
উত্তর: ১৯২৭ সালে।
প্রশ্ন:২
হলিউডে প্রথম কোন্ ভারতীয় অভিনয় করেন ?
উত্তর: দস্তাগীর।
প্রশ্ন:৩
প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ?
উত্তর: ভানু আথাইয়া।
প্রশ্ন:৪
‘টাইটানিক’ চলচ্চিত্রটির পরিচালক কে ?
উত্তর: জেমস ক্যামেরুন।
প্রশ্ন:৫
‘এলিজাবেথ’ চলচ্চিত্রটির পরিচালক কে ?
উত্তর: শেখর কাপুর।
প্রশ্ন:৬
ভারতের প্রথম রঙিন ছবি কোথায় প্রস্তুত হয় ?
উত্তর: কলকাতা।
প্রশ্ন:৭
‘রোমান হলিডে’ ছবির নায়কের নাম কি ?
উত্তর: গ্রেগরি পেক।
প্রশ্ন:৮
‘নাগরিক’ চিত্রের পরিচালক কে ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৯
প্রথম সবাক চিত্র কে তৈরি করেন ?
উত্তর: ডি.সিকা।
প্রশ্ন:১০
বাংলা চলচ্চিত্রটির নাম কি ?
উত্তর: বিল্বমঙ্গল।
Comments
Post a Comment