🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ?
উত্তর: স্থিতি শক্তি।
প্রশ্ন:২
কার্য করার সামর্থ্যকে কি বলে ?
উত্তর: শক্তি।
প্রশ্ন:৩
X–রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত order (অর্ডার) এর—
উত্তর: 1Å।
প্রশ্ন:৪
খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিশব্দ হয় একে কি বলে ?
উত্তর: প্রতিধ্বনি।
প্রশ্ন:৫
কত ডিগ্রি সেন্টিগেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ?
উত্তর: 4°C।
প্রশ্ন:৬
সমতল দর্পণে রশ্মির আপাতন কোন কত হলে, রশ্মির চ্যুতি কোণ 90° হবে ?
উত্তর: 45°।
প্রশ্ন:৭
সুরশলাকার আকৃতি কিরূপ—
উত্তর: U আকৃতির।
প্রশ্ন:৮
এক নিউটন বলতে কত ডাইন হয় ?
উত্তর: 10⁵।
প্রশ্ন:৯
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কি হবে ?
উত্তর: সঙ্কট কোণের চেয়ে বড়।
প্রশ্ন:১০
কোন্ যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: ভোল্টামিটার।
Comments
Post a Comment