প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ?
উত্তর: স্থিতি শক্তি।
প্রশ্ন:২
কার্য করার সামর্থ্যকে কি বলে ?
উত্তর: শক্তি।
প্রশ্ন:৩
X–রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত order (অর্ডার) এর—
উত্তর: 1Å।
প্রশ্ন:৪
খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিশব্দ হয় একে কি বলে ?
উত্তর: প্রতিধ্বনি।
প্রশ্ন:৫
কত ডিগ্রি সেন্টিগেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ?
উত্তর: 4°C।
প্রশ্ন:৬
সমতল দর্পণে রশ্মির আপাতন কোন কত হলে, রশ্মির চ্যুতি কোণ 90° হবে ?
উত্তর: 45°।
প্রশ্ন:৭
সুরশলাকার আকৃতি কিরূপ—
উত্তর: U আকৃতির।
প্রশ্ন:৮
এক নিউটন বলতে কত ডাইন হয় ?
উত্তর: 10⁵।
প্রশ্ন:৯
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কি হবে ?
উত্তর: সঙ্কট কোণের চেয়ে বড়।
প্রশ্ন:১০
কোন্ যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: ভোল্টামিটার।
Comments
Post a Comment