ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের অন্তর্গত। বলাবাহুল্য, ভারতবর্ষের উত্তর দিক জুড়ে সর্বদা অতন্ত্...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ সম্রাট বৌদ্ধধর্ম নেননি ?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন:২
গুপ্ত যুগে কে ‘উত্তর রামচরিত’ নাটক রচনা করেছিলেন ?
উত্তর: ভবভূতি।
প্রশ্ন:৩
ভারতের রাষ্ট্রপতি কত বছরে জন্য নির্বাচিত হন ?
উত্তর: ৫ বছর।
প্রশ্ন:৪
উপনিষদের মূল বিষয়বস্তু কী ?
উত্তর: দর্শন।
প্রশ্ন:৫
কোন্ বেদে যাগ–যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ?
উত্তর: যজুবেদ।
প্রশ্ন:৬
প্রাচীন ভারতের কোন্ শাসক তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিল ?
উত্তর: কনিষ্ক।
প্রশ্ন:৭
বুদ্ধের বাণী কোন্ প্রথা সমর্থন করে না ?
উত্তর: বর্ণপ্রথা।
প্রশ্ন:৮
জৈনমন্দির হিসাবে পরিচিত কোন্ শহর ?
উত্তর: গিরনার।
প্রশ্ন:৯
কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল ?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন:১০
কোন্ বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
উত্তর: ঋগবেদ।
Comments
Post a Comment