ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ সম্রাট বৌদ্ধধর্ম নেননি ?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন:২
গুপ্ত যুগে কে ‘উত্তর রামচরিত’ নাটক রচনা করেছিলেন ?
উত্তর: ভবভূতি।
প্রশ্ন:৩
ভারতের রাষ্ট্রপতি কত বছরে জন্য নির্বাচিত হন ?
উত্তর: ৫ বছর।
প্রশ্ন:৪
উপনিষদের মূল বিষয়বস্তু কী ?
উত্তর: দর্শন।
প্রশ্ন:৫
কোন্ বেদে যাগ–যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ?
উত্তর: যজুবেদ।
প্রশ্ন:৬
প্রাচীন ভারতের কোন্ শাসক তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিল ?
উত্তর: কনিষ্ক।
প্রশ্ন:৭
বুদ্ধের বাণী কোন্ প্রথা সমর্থন করে না ?
উত্তর: বর্ণপ্রথা।
প্রশ্ন:৮
জৈনমন্দির হিসাবে পরিচিত কোন্ শহর ?
উত্তর: গিরনার।
প্রশ্ন:৯
কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল ?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন:১০
কোন্ বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
উত্তর: ঋগবেদ।
Comments
Post a Comment