দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ সম্রাট বৌদ্ধধর্ম নেননি ?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন:২
গুপ্ত যুগে কে ‘উত্তর রামচরিত’ নাটক রচনা করেছিলেন ?
উত্তর: ভবভূতি।
প্রশ্ন:৩
ভারতের রাষ্ট্রপতি কত বছরে জন্য নির্বাচিত হন ?
উত্তর: ৫ বছর।
প্রশ্ন:৪
উপনিষদের মূল বিষয়বস্তু কী ?
উত্তর: দর্শন।
প্রশ্ন:৫
কোন্ বেদে যাগ–যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ?
উত্তর: যজুবেদ।
প্রশ্ন:৬
প্রাচীন ভারতের কোন্ শাসক তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিল ?
উত্তর: কনিষ্ক।
প্রশ্ন:৭
বুদ্ধের বাণী কোন্ প্রথা সমর্থন করে না ?
উত্তর: বর্ণপ্রথা।
প্রশ্ন:৮
জৈনমন্দির হিসাবে পরিচিত কোন্ শহর ?
উত্তর: গিরনার।
প্রশ্ন:৯
কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল ?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন:১০
কোন্ বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
উত্তর: ঋগবেদ।
Comments
Post a Comment