পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ ব্যক্তি দিল্লির আটজন সুলতানের শাসন প্রত্যক্ষ করেছিলেন ?
উত্তর: জিয়াউদ্দিন বারনি।
প্রশ্ন:২
মুর্শিদকুলিখাঁ তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন ?
উত্তর: মুর্শিদাবাদ।
প্রশ্ন:৩
মুহাম্মাদ ঘুরির কোন্ সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন ?
উত্তর: বখতিয়ার খলজি।
প্রশ্ন:৪
বাবর তার আত্মজীবনী কোন্ ভাষায় লিখেছিলেন ?
উত্তর: তুর্কি।
প্রশ্ন:৫
হর্ষবর্ধন কোন্ রাজবংশের রাজা ছিলেন ?
উত্তর: পুষ্যভূতি।
প্রশ্ন:৬
শিবাজীর মায়ের নাম কি ছিল ?
উত্তর: জিজাবাঈ।
প্রশ্ন:৭
বাবরের বাবা কে ছিলেন ?
উত্তর: উমর শেখ মির্জা।
প্রশ্ন:৮
কোন্ ভারতীয় শাসক সর্বপ্রথম মুহাম্মাদ ঘুরিকে পরাজিত করেছিলেন ?
উত্তর: পৃথ্বীরাজ চৌহান।
প্রশ্ন:৯
লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: বহলুল লোদী।
প্রশ্ন:১০
সিন্ধুর কোন্ হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের দ্বারা পরাজিত ও নিহত হয়েছিলেন ?
উত্তর: দাহির।
Comments
Post a Comment