ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মরীচিকার জন্য দায়ী কী ?
উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
প্রশ্ন:২
কোন্ দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
উত্তর: ভারত।
প্রশ্ন:৩
গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর: 389 জন।
প্রশ্ন:৪
রাজস্থান বিধানসভার মোট আসন সংখ্যা কত ?
উত্তর: 200 টি।
প্রশ্ন:৫
শব্দ কোন্ ধরনের তরঙ্গ ?
উত্তর: অনুদৈর্ঘ্য তরঙ্গ।
প্রশ্ন:৬
বলপূর্বক শ্রমবিরোধী আইন কবে পশ হয় ?
উত্তর: 1976 সালে।
প্রশ্ন:৭
বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তর: টাংস্টেন।
প্রশ্ন:৮
সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় ?
উত্তর: পার্লামেন্টের উভয় কক্ষে।
প্রশ্ন:৯
পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন—
উত্তর: প্রধানমন্ত্রী।
প্রশ্ন:১০
উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?
উত্তর: গাড়িতে।
Comments
Post a Comment