দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মরীচিকার জন্য দায়ী কী ?
উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
প্রশ্ন:২
কোন্ দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
উত্তর: ভারত।
প্রশ্ন:৩
গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর: 389 জন।
প্রশ্ন:৪
রাজস্থান বিধানসভার মোট আসন সংখ্যা কত ?
উত্তর: 200 টি।
প্রশ্ন:৫
শব্দ কোন্ ধরনের তরঙ্গ ?
উত্তর: অনুদৈর্ঘ্য তরঙ্গ।
প্রশ্ন:৬
বলপূর্বক শ্রমবিরোধী আইন কবে পশ হয় ?
উত্তর: 1976 সালে।
প্রশ্ন:৭
বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তর: টাংস্টেন।
প্রশ্ন:৮
সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় ?
উত্তর: পার্লামেন্টের উভয় কক্ষে।
প্রশ্ন:৯
পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন—
উত্তর: প্রধানমন্ত্রী।
প্রশ্ন:১০
উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?
উত্তর: গাড়িতে।
Comments
Post a Comment