ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মরীচিকার জন্য দায়ী কী ?
উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
প্রশ্ন:২
কোন্ দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
উত্তর: ভারত।
প্রশ্ন:৩
গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর: 389 জন।
প্রশ্ন:৪
রাজস্থান বিধানসভার মোট আসন সংখ্যা কত ?
উত্তর: 200 টি।
প্রশ্ন:৫
শব্দ কোন্ ধরনের তরঙ্গ ?
উত্তর: অনুদৈর্ঘ্য তরঙ্গ।
প্রশ্ন:৬
বলপূর্বক শ্রমবিরোধী আইন কবে পশ হয় ?
উত্তর: 1976 সালে।
প্রশ্ন:৭
বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তর: টাংস্টেন।
প্রশ্ন:৮
সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় ?
উত্তর: পার্লামেন্টের উভয় কক্ষে।
প্রশ্ন:৯
পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন—
উত্তর: প্রধানমন্ত্রী।
প্রশ্ন:১০
উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?
উত্তর: গাড়িতে।
Comments
Post a Comment