ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
নিচের কোনটি রিখটার স্কেলে মাপা হয় ?
উত্তর: ভূমিকম্পের তীব্রতা।
প্রশ্ন:২
কোন্ গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন:৩
তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থিত নয় তাদের মধ্য দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে ?
উত্তর: একটি।
প্রশ্ন:৪
সুনামি শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে ?
উত্তর: জাপানি।
প্রশ্ন:৫
দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: ল্যাক্টোমিটার।
প্রশ্ন:৬
লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: বারাণসী।
প্রশ্ন:৭
সূর্যের থেকে সবচেয়ে দূরের কোন গ্রহটি রয়েছে ?
উত্তর: নেপচুন।
প্রশ্ন:৮
কোনটি পেট্রোলের প্রধান উপাদান ?
উত্তর: অক্টেন।
প্রশ্ন:৯
‘Crime and Punishment’–এর লেখক কে ?
উত্তর: ফিওদর দস্তভস্কি।
প্রশ্ন:১০
ত্বরণ বলতে বোঝায়—
উত্তর: গতি পরিবর্তনের হার।
Comments
Post a Comment