শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
নিচের কোনটি রিখটার স্কেলে মাপা হয় ?
উত্তর: ভূমিকম্পের তীব্রতা।
প্রশ্ন:২
কোন্ গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন:৩
তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থিত নয় তাদের মধ্য দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে ?
উত্তর: একটি।
প্রশ্ন:৪
সুনামি শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে ?
উত্তর: জাপানি।
প্রশ্ন:৫
দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: ল্যাক্টোমিটার।
প্রশ্ন:৬
লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: বারাণসী।
প্রশ্ন:৭
সূর্যের থেকে সবচেয়ে দূরের কোন গ্রহটি রয়েছে ?
উত্তর: নেপচুন।
প্রশ্ন:৮
কোনটি পেট্রোলের প্রধান উপাদান ?
উত্তর: অক্টেন।
প্রশ্ন:৯
‘Crime and Punishment’–এর লেখক কে ?
উত্তর: ফিওদর দস্তভস্কি।
প্রশ্ন:১০
ত্বরণ বলতে বোঝায়—
উত্তর: গতি পরিবর্তনের হার।
Comments
Post a Comment