ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
নিচের কোনটি রিখটার স্কেলে মাপা হয় ?
উত্তর: ভূমিকম্পের তীব্রতা।
প্রশ্ন:২
কোন্ গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন:৩
তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থিত নয় তাদের মধ্য দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে ?
উত্তর: একটি।
প্রশ্ন:৪
সুনামি শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে ?
উত্তর: জাপানি।
প্রশ্ন:৫
দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: ল্যাক্টোমিটার।
প্রশ্ন:৬
লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: বারাণসী।
প্রশ্ন:৭
সূর্যের থেকে সবচেয়ে দূরের কোন গ্রহটি রয়েছে ?
উত্তর: নেপচুন।
প্রশ্ন:৮
কোনটি পেট্রোলের প্রধান উপাদান ?
উত্তর: অক্টেন।
প্রশ্ন:৯
‘Crime and Punishment’–এর লেখক কে ?
উত্তর: ফিওদর দস্তভস্কি।
প্রশ্ন:১০
ত্বরণ বলতে বোঝায়—
উত্তর: গতি পরিবর্তনের হার।
Comments
Post a Comment