দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
নিচের কোনটি রিখটার স্কেলে মাপা হয় ?
উত্তর: ভূমিকম্পের তীব্রতা।
প্রশ্ন:২
কোন্ গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন:৩
তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থিত নয় তাদের মধ্য দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে ?
উত্তর: একটি।
প্রশ্ন:৪
সুনামি শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে ?
উত্তর: জাপানি।
প্রশ্ন:৫
দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: ল্যাক্টোমিটার।
প্রশ্ন:৬
লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: বারাণসী।
প্রশ্ন:৭
সূর্যের থেকে সবচেয়ে দূরের কোন গ্রহটি রয়েছে ?
উত্তর: নেপচুন।
প্রশ্ন:৮
কোনটি পেট্রোলের প্রধান উপাদান ?
উত্তর: অক্টেন।
প্রশ্ন:৯
‘Crime and Punishment’–এর লেখক কে ?
উত্তর: ফিওদর দস্তভস্কি।
প্রশ্ন:১০
ত্বরণ বলতে বোঝায়—
উত্তর: গতি পরিবর্তনের হার।
Comments
Post a Comment