ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
নিচের কোনটি রিখটার স্কেলে মাপা হয় ?
উত্তর: ভূমিকম্পের তীব্রতা।
প্রশ্ন:২
কোন্ গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন:৩
তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থিত নয় তাদের মধ্য দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে ?
উত্তর: একটি।
প্রশ্ন:৪
সুনামি শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে ?
উত্তর: জাপানি।
প্রশ্ন:৫
দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: ল্যাক্টোমিটার।
প্রশ্ন:৬
লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: বারাণসী।
প্রশ্ন:৭
সূর্যের থেকে সবচেয়ে দূরের কোন গ্রহটি রয়েছে ?
উত্তর: নেপচুন।
প্রশ্ন:৮
কোনটি পেট্রোলের প্রধান উপাদান ?
উত্তর: অক্টেন।
প্রশ্ন:৯
‘Crime and Punishment’–এর লেখক কে ?
উত্তর: ফিওদর দস্তভস্কি।
প্রশ্ন:১০
ত্বরণ বলতে বোঝায়—
উত্তর: গতি পরিবর্তনের হার।
Comments
Post a Comment