দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় নাগরিকদের কটি মৌলিক অধিকার আছে ?
উত্তর: ছয়টি।
প্রশ্ন:২
বায়ুচাপের তারতম্যের কারণ ?
উত্তর: উত্তাপ ও জলীয় বাষ্প।
প্রশ্ন:৩
ফেবোস ও ডিমোস উপগ্রহ দু'টি কোন্ গ্রহের ?
উত্তর: মঙ্গল।
প্রশ্ন:৪
‘জিরো আওয়ার’ শব্দটি কোন্ বিষয়ে প্রযোজ্য ?
উত্তর: ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের পরেই যে পর্ব আসে।
প্রশ্ন:৫
কলকাতার একটি বাড়ি, আগে যার নাম ছিল ‘হরিণ বাড়ি’–বর্তমানে সেটি কী নামে পরিচিত ?
উত্তর: ভিক্টোরিয়া মেমোরিয়াল।
প্রশ্ন:৬
উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। তাকে বলে—
উত্তর: লু।
প্রশ্ন:৭
সৌরচুল্লি ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব ?
উত্তর: 2000 ডিগ্রি সেন্টিগ্রেড।
প্রশ্ন:৮
চিন সাগরের ঘূর্ণবাত কী নামে পরিচিত ?
উত্তর: টাইফুন।
প্রশ্ন:৯
রাজ্যসভার সদস্যপদ লাভ করতে হলে ন্যূনতম কত বয়সের প্রয়োজন ?
উত্তর: 30।
প্রশ্ন:১০
ঢালাই লোহা হল—
উত্তর: ভঙ্গুর।
Comments
Post a Comment