দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মো (mho) একক হল কোন্ রাশির—
উত্তর: পরিবাহিতা।
প্রশ্ন:২
কোন্ রাশিটি মৌলিক নয় ?
উত্তর: তাপ।
প্রশ্ন:৩
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কার সূত্র ?
উত্তর: বয়েলের।
প্রশ্ন:৪
নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় ?
উত্তর: বলের পরিমান।
প্রশ্ন:৫
এক কুলম্ব (1c) আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে ?
উত্তর: 6.25×1018।
প্রশ্ন:৬
বায়ুচাপ পরিমাপ যন্ত্রের নাম কী ?
উত্তর: ব্যারোমিটার।
প্রশ্ন:৭
ফিউজ তারের উপাদান কী ?
উত্তর: টিন ও সিসার সংকর।
প্রশ্ন:৮
ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
উত্তর: ঘূর্ণন গতি।
প্রশ্ন:৯
আলোর প্রতিসরণের সূত্র আবিস্কার করেন কে ?
উত্তর: স্নেল।
প্রশ্ন:১০
কার্বনের কোন্ রূপভেদটি তাপ ও তড়িতের সুপরিবাহী ?
উত্তর: গ্রাফাইট।
Comments
Post a Comment