পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
PVC-এর পুরো কথা হল—
উত্তর:
Polyvinyl Chloride।
প্রশ্ন:২
কোন্ গ্যাস আগুন নেভাতে সাহায্য করে ?
উত্তর:
কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন:৩
প্রবাল প্রাচীর হল—
উত্তর:
নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ।
প্রশ্ন:৪
প্লাস্টিক দহনের ফলে—
উত্তর:
ক্যান্সার ও বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
প্রশ্ন:৫
সৌরজগতে জীবন ও জীববৈচিত্র্য আছে একমাত্র—
উত্তর:
পৃথিবীতে।
প্রশ্ন:৬
বিগত ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে—
উত্তর:
০.৬ ডিগ্রী সেলসিয়াস।
প্রশ্ন:৭
ভারতীয় বন আইন প্রথম প্রণয়ন করা হয় কবে ?
উত্তর:
১৯২৭ সালে।
প্রশ্ন:৮
সালফার ডাই অক্সাইডের প্রভাবে—
উত্তর:
উদ্ভিদের ক্লোরোফিলের পরিমান কমে।
প্রশ্ন:৯
জাপানে প্রায় দুহাজার মানুষের মৃত্যু ঘটে—
উত্তর:
পারদ দূষণে।
প্রশ্ন:১০
সমুদ্রে রয়েছে পৃথিবীর সঞ্চিত জলের—
উত্তর:
৯৭ ভাগ।
Comments
Post a Comment