নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পেয়েছিলেন ?
উত্তর: ১৯১৩ সালে।
প্রশ্ন:২
‘গোদান’–এর লেখক কে ?
উত্তর: প্রেমচাঁদ।
প্রশ্ন:৩
‘আলালের ঘরে দুলাল’–এর লেখক কে ?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন:৪
‘The Jungle Book’–এর লেখক কে ?
উত্তর: Rudyard Kipling।
প্রশ্ন:৫
বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৬
Miguel de Cervantes–এর লেখা বই কোনটি ?
উত্তর: ডন কুইক জোট।
প্রশ্ন:৭
কোন্ শষ্য চাষের জন্য জল জমে থাকা প্রয়োজন ?
উত্তর: ধান।
প্রশ্ন:৮
‘The Golden Gate’–এর লেখক কে ?
উত্তর: বিক্রম শেঠ।
প্রশ্ন:৯
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।
প্রশ্ন:১০
মুদ্রারাক্ষস এর লেখক কে ?
উত্তর: বিশাখ দত্ত।
Comments
Post a Comment