মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পেয়েছিলেন ?
উত্তর: ১৯১৩ সালে।
প্রশ্ন:২
‘গোদান’–এর লেখক কে ?
উত্তর: প্রেমচাঁদ।
প্রশ্ন:৩
‘আলালের ঘরে দুলাল’–এর লেখক কে ?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন:৪
‘The Jungle Book’–এর লেখক কে ?
উত্তর: Rudyard Kipling।
প্রশ্ন:৫
বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৬
Miguel de Cervantes–এর লেখা বই কোনটি ?
উত্তর: ডন কুইক জোট।
প্রশ্ন:৭
কোন্ শষ্য চাষের জন্য জল জমে থাকা প্রয়োজন ?
উত্তর: ধান।
প্রশ্ন:৮
‘The Golden Gate’–এর লেখক কে ?
উত্তর: বিক্রম শেঠ।
প্রশ্ন:৯
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।
প্রশ্ন:১০
মুদ্রারাক্ষস এর লেখক কে ?
উত্তর: বিশাখ দত্ত।
Comments
Post a Comment