ভারতীয় সভ্যতার বিবর্তন - এক নম্বরের প্রশ্নোত্তর ১। ভারতবর্ষের প্রাচীনতম নগর সভ্যতার নাম লেখো। উঃ। ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল সিন্ধুসভ্যতা। ২। সিন্ধুসভ্যতা কে, কবে আবিষ্কার করেন? উঃ। ১৯২২ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি সিন্ধুসভ্যতা আবিষ্কার করেন। এসময় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন স্যার জন মার্শাল। ৩। 'মহেন-জো-দারো' কথার অর্থ কী? উঃ। মহেন-জো-দারো কথার অর্থ-‘মৃতের স্তূপ’। ৪। সিন্ধুসভ্যতা কোন্ যুগের সভ্যতা? উঃ। সিন্ধুসভ্যতা 'তাম্র-প্রস্তর যুগ’ (Chalcolithic Age)-এর সভ্যতা। ৫। হরপ্পা কোথায় অবস্থিত? উঃ। পাঞ্জাবের মন্টগোমারি-তে হরপ্পা অবস্থিত।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পেয়েছিলেন ?
উত্তর: ১৯১৩ সালে।
প্রশ্ন:২
‘গোদান’–এর লেখক কে ?
উত্তর: প্রেমচাঁদ।
প্রশ্ন:৩
‘আলালের ঘরে দুলাল’–এর লেখক কে ?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন:৪
‘The Jungle Book’–এর লেখক কে ?
উত্তর: Rudyard Kipling।
প্রশ্ন:৫
বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৬
Miguel de Cervantes–এর লেখা বই কোনটি ?
উত্তর: ডন কুইক জোট।
প্রশ্ন:৭
কোন্ শষ্য চাষের জন্য জল জমে থাকা প্রয়োজন ?
উত্তর: ধান।
প্রশ্ন:৮
‘The Golden Gate’–এর লেখক কে ?
উত্তর: বিক্রম শেঠ।
প্রশ্ন:৯
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।
প্রশ্ন:১০
মুদ্রারাক্ষস এর লেখক কে ?
উত্তর: বিশাখ দত্ত।
Comments
Post a Comment