দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পেয়েছিলেন ?
উত্তর: ১৯১৩ সালে।
প্রশ্ন:২
‘গোদান’–এর লেখক কে ?
উত্তর: প্রেমচাঁদ।
প্রশ্ন:৩
‘আলালের ঘরে দুলাল’–এর লেখক কে ?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন:৪
‘The Jungle Book’–এর লেখক কে ?
উত্তর: Rudyard Kipling।
প্রশ্ন:৫
বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৬
Miguel de Cervantes–এর লেখা বই কোনটি ?
উত্তর: ডন কুইক জোট।
প্রশ্ন:৭
কোন্ শষ্য চাষের জন্য জল জমে থাকা প্রয়োজন ?
উত্তর: ধান।
প্রশ্ন:৮
‘The Golden Gate’–এর লেখক কে ?
উত্তর: বিক্রম শেঠ।
প্রশ্ন:৯
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।
প্রশ্ন:১০
মুদ্রারাক্ষস এর লেখক কে ?
উত্তর: বিশাখ দত্ত।
Comments
Post a Comment