দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গণনাট্য সংঘের নাটক নবান্ন কোন্ বিষয় নিয়ে লেখা ?
উত্তর: মন্বন্তর।
প্রশ্ন:২
শিশির কুমার ভাদুড়ী অভিনীত প্রথম নাটকের নাম কি ?
উত্তর: আলমগীর।
প্রশ্ন:৩
নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
উত্তর: সেতার।
প্রশ্ন:৪
‘যুক্তি তক্ক গপ্পো’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৫
‘রুদালি’ নাটকটি কে পরিচালনা করেন ?
উত্তর: ঊষা গাঙ্গুলী।
প্রশ্ন:৬
‘এবং ইন্দ্রজিত’–এর নাট্যকার কে ?
উত্তর: বাদল সরকার।
প্রশ্ন:৭
‘পৃথ্বী’ রঙ্গমঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন:৮
‘যুগান্ত’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: অপর্ণা সেন।
প্রশ্ন:৯
রবীন্দ্রনাথ ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে কোন্ নাটকটি রচনা করেন ?
উত্তর: নটীর পূজা।
প্রশ্ন:১০
তৃপ্তি মিত্র কোন্ নাটকে শুধু একা অভিনয় করেন ?
উত্তর: অপরাজিতা।
Comments
Post a Comment