ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গণনাট্য সংঘের নাটক নবান্ন কোন্ বিষয় নিয়ে লেখা ?
উত্তর: মন্বন্তর।
প্রশ্ন:২
শিশির কুমার ভাদুড়ী অভিনীত প্রথম নাটকের নাম কি ?
উত্তর: আলমগীর।
প্রশ্ন:৩
নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
উত্তর: সেতার।
প্রশ্ন:৪
‘যুক্তি তক্ক গপ্পো’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৫
‘রুদালি’ নাটকটি কে পরিচালনা করেন ?
উত্তর: ঊষা গাঙ্গুলী।
প্রশ্ন:৬
‘এবং ইন্দ্রজিত’–এর নাট্যকার কে ?
উত্তর: বাদল সরকার।
প্রশ্ন:৭
‘পৃথ্বী’ রঙ্গমঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন:৮
‘যুগান্ত’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: অপর্ণা সেন।
প্রশ্ন:৯
রবীন্দ্রনাথ ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে কোন্ নাটকটি রচনা করেন ?
উত্তর: নটীর পূজা।
প্রশ্ন:১০
তৃপ্তি মিত্র কোন্ নাটকে শুধু একা অভিনয় করেন ?
উত্তর: অপরাজিতা।
Comments
Post a Comment