🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গণনাট্য সংঘের নাটক নবান্ন কোন্ বিষয় নিয়ে লেখা ?
উত্তর: মন্বন্তর।
প্রশ্ন:২
শিশির কুমার ভাদুড়ী অভিনীত প্রথম নাটকের নাম কি ?
উত্তর: আলমগীর।
প্রশ্ন:৩
নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
উত্তর: সেতার।
প্রশ্ন:৪
‘যুক্তি তক্ক গপ্পো’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৫
‘রুদালি’ নাটকটি কে পরিচালনা করেন ?
উত্তর: ঊষা গাঙ্গুলী।
প্রশ্ন:৬
‘এবং ইন্দ্রজিত’–এর নাট্যকার কে ?
উত্তর: বাদল সরকার।
প্রশ্ন:৭
‘পৃথ্বী’ রঙ্গমঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন:৮
‘যুগান্ত’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: অপর্ণা সেন।
প্রশ্ন:৯
রবীন্দ্রনাথ ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে কোন্ নাটকটি রচনা করেন ?
উত্তর: নটীর পূজা।
প্রশ্ন:১০
তৃপ্তি মিত্র কোন্ নাটকে শুধু একা অভিনয় করেন ?
উত্তর: অপরাজিতা।
Comments
Post a Comment