দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
গণনাট্য সংঘের নাটক নবান্ন কোন্ বিষয় নিয়ে লেখা ?
উত্তর: মন্বন্তর।
প্রশ্ন:২
শিশির কুমার ভাদুড়ী অভিনীত প্রথম নাটকের নাম কি ?
উত্তর: আলমগীর।
প্রশ্ন:৩
নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
উত্তর: সেতার।
প্রশ্ন:৪
‘যুক্তি তক্ক গপ্পো’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: ঋত্বিক ঘটক।
প্রশ্ন:৫
‘রুদালি’ নাটকটি কে পরিচালনা করেন ?
উত্তর: ঊষা গাঙ্গুলী।
প্রশ্ন:৬
‘এবং ইন্দ্রজিত’–এর নাট্যকার কে ?
উত্তর: বাদল সরকার।
প্রশ্ন:৭
‘পৃথ্বী’ রঙ্গমঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন:৮
‘যুগান্ত’ ছবিটি কে পরিচালনা করেছেন ?
উত্তর: অপর্ণা সেন।
প্রশ্ন:৯
রবীন্দ্রনাথ ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে কোন্ নাটকটি রচনা করেন ?
উত্তর: নটীর পূজা।
প্রশ্ন:১০
তৃপ্তি মিত্র কোন্ নাটকে শুধু একা অভিনয় করেন ?
উত্তর: অপরাজিতা।
Comments
Post a Comment