পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পাখিদের দেহের তাপমাত্রা কত ?
উত্তর: ৪০–৪২ ডিগ্রী সেলসিয়াস।
প্রশ্ন:২
বায়ুমণ্ডলের কোন্ স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে ?
উত্তর: আয়োনোস্ফিয়ার।
প্রশ্ন:৩
কোন্ গ্যাসকে মার্স গ্যাস বলা হয় ?
উত্তর: CH₄।
প্রশ্ন:৪
জল রাসায়নিকভাবে একটি—
উত্তর: যৌগ।
প্রশ্ন:৫
রক্ততঞ্চনের জন্য কোন্ প্রোটিন দায়ী ?
উত্তর: ফাইব্রিনোজেন।
প্রশ্ন:৬
পার্লামেন্টের যুক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন:৭
RAM শব্দটির অর্থ কি ?
উত্তর: Random Access Memory।
প্রশ্ন:৮
হীরক রাসায়নিকভাবে—
উত্তর: খাঁটি কার্বন।
প্রশ্ন:৯
প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয় ?
উত্তর: সালফার।
প্রশ্ন:১০
ভারত কোনটির উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উত্তর: অভ্র।
Comments
Post a Comment