পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের কোন্ রাষ্ট্রীয় সংস্থায় চাকুরিজীবির সংখ্যা সবচেয়ে বেশী ?
উত্তর: রেল।
প্রশ্ন:২
ভারতে আয়কর কত সাল থেকে প্রথম প্রবর্তিত হয় ?
উত্তর: ১৮৬০ সাল।
প্রশ্ন:৩
নেহেরু রোজগার যোজনা চালু হয়—
উত্তর: অক্টোবর, ১৯৮৯।
প্রশ্ন:৪
স্বাধীনতা লাভের পর ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম সমবায় কৃষি ব্যবস্থা আরম্ভ হয় ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:৫
সাক্ষরতার হার কোন্ রাজ্যে বেশী ?
উত্তর: কেরল।
প্রশ্ন:৬
আন্তর্জাতিক অর্থভান্ডার (IMF) গঠিত হয়—
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
প্রশ্ন:৭
অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয় ?
উত্তর: ৫ বছর।
প্রশ্ন:৮
কখন ঘাটতি ব্যয়–নীতির প্রয়োজন হয় ?
উত্তর: যখন জাতীয় আয় ও ব্যয় পরস্পর সমান।
প্রশ্ন:৯
প্রথম শ্রম কমিশনের নেতৃত্বে কে ছিলেন ?
উত্তর: গজেন্দ্র গাভস্কর।
প্রশ্ন:১০
ভারতে লেনদেনের ঘাটতির কারণ হল—
উত্তর: রপ্তানির বৈচিত্র্যতা ও আমদানির অনিবার্যতা।
Comments
Post a Comment