🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায় ?
উত্তর:
এমোনিয়া।
প্রশ্ন:২
কমনওয়েলথ দিবস কবে পালিত হয় ?
উত্তর:
২৪ শে মে।
প্রশ্ন:৩
আমজাদ আলী খান কোন্ সংগীত যন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর:
সারোদ।
প্রশ্ন:৪
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন্ শহরে হয়েছিল ?
উত্তর:
অমৃতসর।
প্রশ্ন:৫
কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় ?
উত্তর:
সর্বপল্লী রাধাকৃষ্ণন।
প্রশ্ন:৬
মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন্ নদীতে অবস্থিত ?
উত্তর:
তুঙ্গভদ্রা।
প্রশ্ন:৭
ভারতে পর্যটন দিবস কবে পালিত হয় ?
উত্তর:
জানুয়ারি, ২৫।
প্রশ্ন:৮
জুল কিসের একক ?
উত্তর:
কার্য ও শক্তির।
প্রশ্ন:৯
ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?
উত্তর:
রাঁচি।
প্রশ্ন:১০
ডায়নামো কে আবিষ্কার করেন ?
উত্তর:
মাইকেল ফ্যারাডে।
Comments
Post a Comment