মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায় ?
উত্তর:
এমোনিয়া।
প্রশ্ন:২
কমনওয়েলথ দিবস কবে পালিত হয় ?
উত্তর:
২৪ শে মে।
প্রশ্ন:৩
আমজাদ আলী খান কোন্ সংগীত যন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর:
সারোদ।
প্রশ্ন:৪
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন্ শহরে হয়েছিল ?
উত্তর:
অমৃতসর।
প্রশ্ন:৫
কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় ?
উত্তর:
সর্বপল্লী রাধাকৃষ্ণন।
প্রশ্ন:৬
মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন্ নদীতে অবস্থিত ?
উত্তর:
তুঙ্গভদ্রা।
প্রশ্ন:৭
ভারতে পর্যটন দিবস কবে পালিত হয় ?
উত্তর:
জানুয়ারি, ২৫।
প্রশ্ন:৮
জুল কিসের একক ?
উত্তর:
কার্য ও শক্তির।
প্রশ্ন:৯
ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?
উত্তর:
রাঁচি।
প্রশ্ন:১০
ডায়নামো কে আবিষ্কার করেন ?
উত্তর:
মাইকেল ফ্যারাডে।
Comments
Post a Comment