দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায় ?
উত্তর:
এমোনিয়া।
প্রশ্ন:২
কমনওয়েলথ দিবস কবে পালিত হয় ?
উত্তর:
২৪ শে মে।
প্রশ্ন:৩
আমজাদ আলী খান কোন্ সংগীত যন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর:
সারোদ।
প্রশ্ন:৪
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন্ শহরে হয়েছিল ?
উত্তর:
অমৃতসর।
প্রশ্ন:৫
কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় ?
উত্তর:
সর্বপল্লী রাধাকৃষ্ণন।
প্রশ্ন:৬
মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন্ নদীতে অবস্থিত ?
উত্তর:
তুঙ্গভদ্রা।
প্রশ্ন:৭
ভারতে পর্যটন দিবস কবে পালিত হয় ?
উত্তর:
জানুয়ারি, ২৫।
প্রশ্ন:৮
জুল কিসের একক ?
উত্তর:
কার্য ও শক্তির।
প্রশ্ন:৯
ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?
উত্তর:
রাঁচি।
প্রশ্ন:১০
ডায়নামো কে আবিষ্কার করেন ?
উত্তর:
মাইকেল ফ্যারাডে।
Comments
Post a Comment