ভারতীয় ইতিহাসে এবং জনজীবনে নদনদীর প্রভাব ভারত-একটি নদীমাতৃক দেশ। ভারতীয় সভ্যতার সূচনা ঘটে নদী-অববাহিকা অঞ্চল থেকে। ভারতীয় ইতিহাসের ওপরও সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা প্রভৃতি নদনদীর যথেষ্ট প্রভাব বর্তমান। নদনদীগুলি ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সিক্ত করেছে, পলি মৃত্তিকায় উর্বর করেছে, আর শস্য-শ্যামলা করে ভারতীয় কৃষি-অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অন্য দিকে নদী-উপকূলবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে জনপদ, নগর, বাণিজ্যকেন্দ্র বা তীর্থস্থান। (১) সভ্যতার বিকাশ: সিন্ধুনদের অববাহিকাতেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। পঞ্চনদীর তীরে বিকাশ ঘটে বৈদিক সভ্যতার। পরবর্তীকালে গঙ্গা-অববাহিকা ধরে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। সিন্ধু সভ্যতা: ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম উন্নত সভ্যতা সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরগুলি নদীর উর্বর পলিমাটি এবং জল সরবরাহকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল। গঙ্গা সভ্যতা: গঙ্গা নদী এবং তার অববাহিকা বরাবর পরবর্তীকালে বৈদিক সভ্যতা, মহাজনপদ এ...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায় ?
উত্তর:
এমোনিয়া।
প্রশ্ন:২
কমনওয়েলথ দিবস কবে পালিত হয় ?
উত্তর:
২৪ শে মে।
প্রশ্ন:৩
আমজাদ আলী খান কোন্ সংগীত যন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর:
সারোদ।
প্রশ্ন:৪
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন্ শহরে হয়েছিল ?
উত্তর:
অমৃতসর।
প্রশ্ন:৫
কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় ?
উত্তর:
সর্বপল্লী রাধাকৃষ্ণন।
প্রশ্ন:৬
মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন্ নদীতে অবস্থিত ?
উত্তর:
তুঙ্গভদ্রা।
প্রশ্ন:৭
ভারতে পর্যটন দিবস কবে পালিত হয় ?
উত্তর:
জানুয়ারি, ২৫।
প্রশ্ন:৮
জুল কিসের একক ?
উত্তর:
কার্য ও শক্তির।
প্রশ্ন:৯
ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?
উত্তর:
রাঁচি।
প্রশ্ন:১০
ডায়নামো কে আবিষ্কার করেন ?
উত্তর:
মাইকেল ফ্যারাডে।
Comments
Post a Comment