দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
স্কার্ভি রোগ হয়—
উত্তর: ভিটামিন C এর অভাবে।
প্রশ্ন:২
চীনে মুক্তদার নীতি ঘোষণা হয়—
উত্তর: ১৮৯৯ সালে।
প্রশ্ন:৩
কোষের শক্তিঘর বলা হয়—
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে।
প্রশ্ন:৪
বৃহৎসংহিতা গ্রন্থটি রচনা কে করেছেন ?
উত্তর: বরাহমিহির।
প্রশ্ন:৫
পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন—
উত্তর: বিষ্ণু শর্মা।
প্রশ্ন:৬
চৈতন্যচরিত্রামৃত বইটি কে লিখেছেন ?
উত্তর: কৃষ্ণদাস কবিরাজ।
প্রশ্ন:৭
বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর: ত্রিপিটক।
প্রশ্ন:৮
অবাক জলপান নাটকটি লিখেছেন—
উত্তর: সুকুমার রায়।
প্রশ্ন:৯
রেনেসাঁস কথার অর্থ কি ?
উত্তর: নবজাগরণ।
প্রশ্ন:১০
ভারতে মনসবদারি প্রথার প্রচলন করেন—
উত্তর: আকবর।
Comments
Post a Comment