🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
স্কার্ভি রোগ হয়—
উত্তর: ভিটামিন C এর অভাবে।
প্রশ্ন:২
চীনে মুক্তদার নীতি ঘোষণা হয়—
উত্তর: ১৮৯৯ সালে।
প্রশ্ন:৩
কোষের শক্তিঘর বলা হয়—
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে।
প্রশ্ন:৪
বৃহৎসংহিতা গ্রন্থটি রচনা কে করেছেন ?
উত্তর: বরাহমিহির।
প্রশ্ন:৫
পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন—
উত্তর: বিষ্ণু শর্মা।
প্রশ্ন:৬
চৈতন্যচরিত্রামৃত বইটি কে লিখেছেন ?
উত্তর: কৃষ্ণদাস কবিরাজ।
প্রশ্ন:৭
বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর: ত্রিপিটক।
প্রশ্ন:৮
অবাক জলপান নাটকটি লিখেছেন—
উত্তর: সুকুমার রায়।
প্রশ্ন:৯
রেনেসাঁস কথার অর্থ কি ?
উত্তর: নবজাগরণ।
প্রশ্ন:১০
ভারতে মনসবদারি প্রথার প্রচলন করেন—
উত্তর: আকবর।
Comments
Post a Comment