দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
স্কার্ভি রোগ হয়—
উত্তর: ভিটামিন C এর অভাবে।
প্রশ্ন:২
চীনে মুক্তদার নীতি ঘোষণা হয়—
উত্তর: ১৮৯৯ সালে।
প্রশ্ন:৩
কোষের শক্তিঘর বলা হয়—
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে।
প্রশ্ন:৪
বৃহৎসংহিতা গ্রন্থটি রচনা কে করেছেন ?
উত্তর: বরাহমিহির।
প্রশ্ন:৫
পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন—
উত্তর: বিষ্ণু শর্মা।
প্রশ্ন:৬
চৈতন্যচরিত্রামৃত বইটি কে লিখেছেন ?
উত্তর: কৃষ্ণদাস কবিরাজ।
প্রশ্ন:৭
বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর: ত্রিপিটক।
প্রশ্ন:৮
অবাক জলপান নাটকটি লিখেছেন—
উত্তর: সুকুমার রায়।
প্রশ্ন:৯
রেনেসাঁস কথার অর্থ কি ?
উত্তর: নবজাগরণ।
প্রশ্ন:১০
ভারতে মনসবদারি প্রথার প্রচলন করেন—
উত্তর: আকবর।
Comments
Post a Comment