🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
জস বাটলার কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: ক্রিকেট।
প্রশ্ন:২
মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল ?
উত্তর: ইয়াঙ্গুন।
প্রশ্ন:৩
গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: নক্রেক।
প্রশ্ন:৪
অন্নপূর্ণা পর্বত কোন্ দেশে অবস্থিত ?
উত্তর: নেপাল।
প্রশ্ন:৫
শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: কর্ণাটক।
প্রশ্ন:৬
গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:৭
কোন্ দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় ?
উত্তর: জাপানকে।
প্রশ্ন:৮
কোন্ শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় ?
উত্তর: মাদুরাইকে।
প্রশ্ন:৯
রামসার সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৭১ সালে।
প্রশ্ন:১০
ওখা বন্দরটি কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
Comments
Post a Comment