দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সবচেয়ে বড় নার্ভের নাম কি ?
উত্তর: সাইটিকা নার্ভ।
প্রশ্ন:২
বাংলার নবজাগরণের জনক কে ছিলেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন:৩
টায়ালিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তর: মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।
প্রশ্ন:৪
সাহারায় প্রথম উট পোষে কোন্ উপজাতি ?
উত্তর: বারবার উপজাতি।
প্রশ্ন:৫
সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে ?
উত্তর: প্যারিসে।
প্রশ্ন:৬
খড়গপুর আইআইটি কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৯৫১ সালে।
প্রশ্ন:৭
সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম ?
উত্তর: ভেগাস।
প্রশ্ন:৮
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: প্রফুল্ল চন্দ্ৰ ঘোষ।
প্রশ্ন:৯
কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন:১০
স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত ?
উত্তর: কোমরে।
Comments
Post a Comment