নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সবচেয়ে বড় নার্ভের নাম কি ?
উত্তর: সাইটিকা নার্ভ।
প্রশ্ন:২
বাংলার নবজাগরণের জনক কে ছিলেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন:৩
টায়ালিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তর: মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।
প্রশ্ন:৪
সাহারায় প্রথম উট পোষে কোন্ উপজাতি ?
উত্তর: বারবার উপজাতি।
প্রশ্ন:৫
সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে ?
উত্তর: প্যারিসে।
প্রশ্ন:৬
খড়গপুর আইআইটি কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৯৫১ সালে।
প্রশ্ন:৭
সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম ?
উত্তর: ভেগাস।
প্রশ্ন:৮
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: প্রফুল্ল চন্দ্ৰ ঘোষ।
প্রশ্ন:৯
কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন:১০
স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত ?
উত্তর: কোমরে।
Comments
Post a Comment