পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সবচেয়ে বড় নার্ভের নাম কি ?
উত্তর: সাইটিকা নার্ভ।
প্রশ্ন:২
বাংলার নবজাগরণের জনক কে ছিলেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন:৩
টায়ালিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তর: মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।
প্রশ্ন:৪
সাহারায় প্রথম উট পোষে কোন্ উপজাতি ?
উত্তর: বারবার উপজাতি।
প্রশ্ন:৫
সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে ?
উত্তর: প্যারিসে।
প্রশ্ন:৬
খড়গপুর আইআইটি কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৯৫১ সালে।
প্রশ্ন:৭
সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম ?
উত্তর: ভেগাস।
প্রশ্ন:৮
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: প্রফুল্ল চন্দ্ৰ ঘোষ।
প্রশ্ন:৯
কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন:১০
স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত ?
উত্তর: কোমরে।
Comments
Post a Comment