পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:২
কোন্ বস্তু রপ্তানি করে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে—
উত্তর: হস্তশিল্প।
প্রশ্ন:৩
কোন্ পরিকল্পনায় IRDP প্রবর্তিত হয় ?
উত্তর: পঞ্চম।
প্রশ্ন:৪
আন্তর্জাতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তৃতীয় বিশ্ব বলতে বোঝায়—
উত্তর: উন্নয়নশীল দেশ সমূহ।
প্রশ্ন:৫
ভারতীয় আর্থিক বিকাশের পথে প্রধান প্রতিবন্ধক কোনটি ?
উত্তর: পুঁজির অভাব।
প্রশ্ন:৬
‘কোল ইন্ডিয়া লিমিটেড’ স্থাপিত হয়—
উত্তর: ১৯৭৫ সালে।
প্রশ্ন:৭
সুফিবাদে গুরুকে কি বলা হয় ?
উত্তর: পীর বা খাজা।
প্রশ্ন:৮
ভারতে কোন্ কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল ?
উত্তর: ওয়াঞ্চ কমিটি।
প্রশ্ন:৯
আধুনিক ভারতে বৃহত্তম শিল্প কোনটি ?
উত্তর: বস্ত্রশিল্প।
প্রশ্ন:১০
‘প্ল্যানড ইকনমি ফর ইন্ডিয়া’ (১৯৩৮) কার রচনা ?
উত্তর: এম.বিশ্বেশরাইয়া।
Comments
Post a Comment