দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:২
কোন্ বস্তু রপ্তানি করে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে—
উত্তর: হস্তশিল্প।
প্রশ্ন:৩
কোন্ পরিকল্পনায় IRDP প্রবর্তিত হয় ?
উত্তর: পঞ্চম।
প্রশ্ন:৪
আন্তর্জাতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তৃতীয় বিশ্ব বলতে বোঝায়—
উত্তর: উন্নয়নশীল দেশ সমূহ।
প্রশ্ন:৫
ভারতীয় আর্থিক বিকাশের পথে প্রধান প্রতিবন্ধক কোনটি ?
উত্তর: পুঁজির অভাব।
প্রশ্ন:৬
‘কোল ইন্ডিয়া লিমিটেড’ স্থাপিত হয়—
উত্তর: ১৯৭৫ সালে।
প্রশ্ন:৭
সুফিবাদে গুরুকে কি বলা হয় ?
উত্তর: পীর বা খাজা।
প্রশ্ন:৮
ভারতে কোন্ কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল ?
উত্তর: ওয়াঞ্চ কমিটি।
প্রশ্ন:৯
আধুনিক ভারতে বৃহত্তম শিল্প কোনটি ?
উত্তর: বস্ত্রশিল্প।
প্রশ্ন:১০
‘প্ল্যানড ইকনমি ফর ইন্ডিয়া’ (১৯৩৮) কার রচনা ?
উত্তর: এম.বিশ্বেশরাইয়া।
Comments
Post a Comment