পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ?
উত্তর: লালা লাজপৎ রায়।
প্রশ্ন:২
পিতলে কোন্ উপাদান গুলি থাকে ?
উত্তর: ৮০% তামা, ২০% দস্তা।
প্রশ্ন:৩
সমুদ্রের জলে ওজন হিসেবে লবণের শতকরা পরিমান কত ?
উত্তর: ৩.৬%।
প্রশ্ন:৪
সূর্যের তাপমাত্রা কিসের সাহায্যে মাপা হয়?
উত্তর: পাইরোমিটার।
প্রশ্ন:৫
কেক বা পাউরুটিকে নরম ও ফোলাতে ময়দার সঙ্গে কি মেশানো হয় ?
উত্তর: বেকিং পাউডার।
প্রশ্ন:৬
ব্রোঞ্জে কোন্ উপাদানগুলি আছে ?
উত্তর: ৯০% তামা, ১০% টিন।
প্রশ্ন:৭
হ্যালোজেনের মধ্যে সবথেকে বেশি কার্যকরী হলো—
উত্তর: ফ্লুরিন।
প্রশ্ন:৮
কোন্ ধাতুটি এসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন অপসারিত করে ?
উত্তর: তামা।
প্রশ্ন:৯
থাইরয়েডের দ্বারা দেহের কোন্ অঙ্গ প্রভাবিত হয় ?
উত্তর: ক্ষুদ্রান্ত।
প্রশ্ন:১০
আমাদের দেশে বর্তমানে কয়টি রাজ্য ?
উত্তর: ২৯ টি।
Comments
Post a Comment