শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বারাউনি তাপবিদ্যুত কোন্ রাজ্যে রয়েছে ?
উত্তর: বিহার।
প্রশ্ন:২
দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহকে কী বলে ?
উত্তর: হলদি।
প্রশ্ন:৩
জিন্দা পীর কাকে বলা হয় ?
উত্তর: ঔরঙ্গজেবকে।
প্রশ্ন:৪
মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ?
উত্তর: জুন খাঁ।
প্রশ্ন:৫
পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন্ কোন্ রাজ্যের মধ্যে বিস্তার করেছে ?
উত্তর: গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু।
প্রশ্ন:৬
মহানন্দা নদীর উৎপত্তি কোথায় ?
উত্তর: পাগলাঝোড়া জলপ্রপাত।
প্রশ্ন:৭
পশ্চিমবঙ্গের কোন্ জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত ?
উত্তর: পুরুলিয়া।
প্রশ্ন:৮
ভিলাই লৌহ–ইস্পাত শিল্প কোন্ রাজ্যে রয়েছে ?
উত্তর: ছত্রিশগড়।
প্রশ্ন:৯
খলজি বংশের শেষ সুলতান কে ?
উত্তর: নাসিরুদ্দিন খসরু।
প্রশ্ন:১০
সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: ধূপগড়।
Comments
Post a Comment