ভারতবর্ষের ভূপ্রকৃতিগত তারতম্য ও বিভাগসমূহ ভারতবর্ষ একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। এর ভূপ্রকৃতিতে পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, উপকূল এবং দ্বীপপুঞ্জ—সবকিছুরই সহাবস্থান দেখা যায়। এই প্রাকৃতিক বৈচিত্র্যের তারতম্য অনুযায়ী ভারতবর্ষকে প্রধানত পাঁচটি বা ছয়টি প্রধান ভাগে ভাগ করা যায়। ঐতিহাসিক ও ভৌগোলিক উভয় দৃষ্টিকোণ থেকেই এই বিভাগগুলো গুরুত্বপূর্ণ।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বারাউনি তাপবিদ্যুত কোন্ রাজ্যে রয়েছে ?
উত্তর: বিহার।
প্রশ্ন:২
দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহকে কী বলে ?
উত্তর: হলদি।
প্রশ্ন:৩
জিন্দা পীর কাকে বলা হয় ?
উত্তর: ঔরঙ্গজেবকে।
প্রশ্ন:৪
মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ?
উত্তর: জুন খাঁ।
প্রশ্ন:৫
পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন্ কোন্ রাজ্যের মধ্যে বিস্তার করেছে ?
উত্তর: গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু।
প্রশ্ন:৬
মহানন্দা নদীর উৎপত্তি কোথায় ?
উত্তর: পাগলাঝোড়া জলপ্রপাত।
প্রশ্ন:৭
পশ্চিমবঙ্গের কোন্ জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত ?
উত্তর: পুরুলিয়া।
প্রশ্ন:৮
ভিলাই লৌহ–ইস্পাত শিল্প কোন্ রাজ্যে রয়েছে ?
উত্তর: ছত্রিশগড়।
প্রশ্ন:৯
খলজি বংশের শেষ সুলতান কে ?
উত্তর: নাসিরুদ্দিন খসরু।
প্রশ্ন:১০
সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: ধূপগড়।
Comments
Post a Comment