দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বারাউনি তাপবিদ্যুত কোন্ রাজ্যে রয়েছে ?
উত্তর: বিহার।
প্রশ্ন:২
দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহকে কী বলে ?
উত্তর: হলদি।
প্রশ্ন:৩
জিন্দা পীর কাকে বলা হয় ?
উত্তর: ঔরঙ্গজেবকে।
প্রশ্ন:৪
মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ?
উত্তর: জুন খাঁ।
প্রশ্ন:৫
পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন্ কোন্ রাজ্যের মধ্যে বিস্তার করেছে ?
উত্তর: গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু।
প্রশ্ন:৬
মহানন্দা নদীর উৎপত্তি কোথায় ?
উত্তর: পাগলাঝোড়া জলপ্রপাত।
প্রশ্ন:৭
পশ্চিমবঙ্গের কোন্ জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত ?
উত্তর: পুরুলিয়া।
প্রশ্ন:৮
ভিলাই লৌহ–ইস্পাত শিল্প কোন্ রাজ্যে রয়েছে ?
উত্তর: ছত্রিশগড়।
প্রশ্ন:৯
খলজি বংশের শেষ সুলতান কে ?
উত্তর: নাসিরুদ্দিন খসরু।
প্রশ্ন:১০
সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর: ধূপগড়।
Comments
Post a Comment