দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় সংগীত প্রথম কোন্ সালে রেকডিং হয় ?
উত্তর: ১৮৯৮ সালে।
প্রশ্ন:২
ঠুংরি গানের জনক কাকে বলা হয় ?
উত্তর: ওয়াজেদ আলী শা।
প্রশ্ন:৩
ভারতের প্রথম নৃত্য বিদ্যালয় কোনটি ?
উত্তর: কলাক্ষেত্র।
প্রশ্ন:৪
তেরাতলি কোথাকার নৃত্য ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন:৫
প্রথম নৃত্যনাট্য কবে পরিবেশিত হয় ?
উত্তর: সপ্তদশ শতাব্দীতে।
প্রশ্ন:৬
উল্লাস কাসল্কর কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর: কণ্ঠসংগীত।
প্রশ্ন:৭
কোন্ নৃত্যনাট্য (সংস্কৃতে) প্রথম পরিবেশিত হয় ?
উত্তর: কৃষ্ণগীতি।
প্রশ্ন:৮
ভারতে কে প্রথম গান রেকডিং করেন ?
উত্তর: শশীমুখী।
প্রশ্ন:৯
‘লতা মঙ্গেশকর’ পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র জৈন কে ছিলেন ?
উত্তর: সংগীত পরিচালক।
প্রশ্ন:১০
প্রথম গানের রেকর্ড হয় কোন সালে ?
উত্তর: ১৯০২ সালে।
Comments
Post a Comment