🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় সংগীত প্রথম কোন্ সালে রেকডিং হয় ?
উত্তর: ১৮৯৮ সালে।
প্রশ্ন:২
ঠুংরি গানের জনক কাকে বলা হয় ?
উত্তর: ওয়াজেদ আলী শা।
প্রশ্ন:৩
ভারতের প্রথম নৃত্য বিদ্যালয় কোনটি ?
উত্তর: কলাক্ষেত্র।
প্রশ্ন:৪
তেরাতলি কোথাকার নৃত্য ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন:৫
প্রথম নৃত্যনাট্য কবে পরিবেশিত হয় ?
উত্তর: সপ্তদশ শতাব্দীতে।
প্রশ্ন:৬
উল্লাস কাসল্কর কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর: কণ্ঠসংগীত।
প্রশ্ন:৭
কোন্ নৃত্যনাট্য (সংস্কৃতে) প্রথম পরিবেশিত হয় ?
উত্তর: কৃষ্ণগীতি।
প্রশ্ন:৮
ভারতে কে প্রথম গান রেকডিং করেন ?
উত্তর: শশীমুখী।
প্রশ্ন:৯
‘লতা মঙ্গেশকর’ পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র জৈন কে ছিলেন ?
উত্তর: সংগীত পরিচালক।
প্রশ্ন:১০
প্রথম গানের রেকর্ড হয় কোন সালে ?
উত্তর: ১৯০২ সালে।
Comments
Post a Comment