শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় সংগীত প্রথম কোন্ সালে রেকডিং হয় ?
উত্তর: ১৮৯৮ সালে।
প্রশ্ন:২
ঠুংরি গানের জনক কাকে বলা হয় ?
উত্তর: ওয়াজেদ আলী শা।
প্রশ্ন:৩
ভারতের প্রথম নৃত্য বিদ্যালয় কোনটি ?
উত্তর: কলাক্ষেত্র।
প্রশ্ন:৪
তেরাতলি কোথাকার নৃত্য ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন:৫
প্রথম নৃত্যনাট্য কবে পরিবেশিত হয় ?
উত্তর: সপ্তদশ শতাব্দীতে।
প্রশ্ন:৬
উল্লাস কাসল্কর কীসের সঙ্গে যুক্ত ?
উত্তর: কণ্ঠসংগীত।
প্রশ্ন:৭
কোন্ নৃত্যনাট্য (সংস্কৃতে) প্রথম পরিবেশিত হয় ?
উত্তর: কৃষ্ণগীতি।
প্রশ্ন:৮
ভারতে কে প্রথম গান রেকডিং করেন ?
উত্তর: শশীমুখী।
প্রশ্ন:৯
‘লতা মঙ্গেশকর’ পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র জৈন কে ছিলেন ?
উত্তর: সংগীত পরিচালক।
প্রশ্ন:১০
প্রথম গানের রেকর্ড হয় কোন সালে ?
উত্তর: ১৯০২ সালে।
Comments
Post a Comment