🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ফারাক্কা বাঁধ কোন্ দুটি নদীর মধ্যেকার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে ?
উত্তর: পদ্মা ও গঙ্গা।
প্রশ্ন:২
‘গাজী’ কার উপাধি ছিল ?
উত্তর: বাবর।
প্রশ্ন:৩
কেবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল ?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্ন:৪
মানবদেহের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি ?
উত্তর: কিটোনস।
প্রশ্ন:৫
পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয় ?
উত্তর: দিবা–রাত্রি।
প্রশ্ন:৬
বনভূমির প্রকারভেদ করা হয়—
উত্তর: বৃষ্টিপাতের পরিমান দ্বারা।
প্রশ্ন:৭
কতসালে বাংলাদেশের জন্ম হয় ?
উত্তর: ১৯৭১ সালে।
প্রশ্ন:৮
ওয়াটার গ্যাস হল—
উত্তর: CO এবং H2 এর মিশ্রণ।
প্রশ্ন:৯
সর্বোৎকৃষ্ট কয়লা হল—
উত্তর: এন্থ্রাসাইট।
প্রশ্ন:১০
বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি ?
উত্তর: কোয়ার্টজাইট।
Comments
Post a Comment