দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ফারাক্কা বাঁধ কোন্ দুটি নদীর মধ্যেকার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে ?
উত্তর: পদ্মা ও গঙ্গা।
প্রশ্ন:২
‘গাজী’ কার উপাধি ছিল ?
উত্তর: বাবর।
প্রশ্ন:৩
কেবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল ?
উত্তর: ১৯৪৬ সালে।
প্রশ্ন:৪
মানবদেহের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি ?
উত্তর: কিটোনস।
প্রশ্ন:৫
পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয় ?
উত্তর: দিবা–রাত্রি।
প্রশ্ন:৬
বনভূমির প্রকারভেদ করা হয়—
উত্তর: বৃষ্টিপাতের পরিমান দ্বারা।
প্রশ্ন:৭
কতসালে বাংলাদেশের জন্ম হয় ?
উত্তর: ১৯৭১ সালে।
প্রশ্ন:৮
ওয়াটার গ্যাস হল—
উত্তর: CO এবং H2 এর মিশ্রণ।
প্রশ্ন:৯
সর্বোৎকৃষ্ট কয়লা হল—
উত্তর: এন্থ্রাসাইট।
প্রশ্ন:১০
বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি ?
উত্তর: কোয়ার্টজাইট।
Comments
Post a Comment