ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সংবিধানের কোন্ অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে ?
উত্তর: চতুর্থ।
প্রশ্ন:২
কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর: জওহরলাল নেহেরু।
প্রশ্ন:৩
মৌলিক অধিকারের তালিকা থেকে কোনটি বাদ দেওয়া হয়েছে ?
উত্তর: ব্যক্তিগত সম্পত্তির অধিকার।
প্রশ্ন:৪
ভারতের সংবিধানের খসড়া রচনায় কত দিন সময় লেগেছিল ?
উত্তর: ১১৪ দিন।
প্রশ্ন:৫
ভারতীয় সংবিধান কটি অংশে বিভক্ত ?
উত্তর: ২২ টি।
প্রশ্ন:৬
সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর ?
উত্তর: সুপ্রিমকোর্ট।
প্রশ্ন:৭
বর্তমানে সংবিধানে কটি স্বীকৃত ভাষা হয়েছে ?
উত্তর: ২২ টি।
প্রশ্ন:৮
রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর: বল্লভভাই প্যাটেল।
প্রশ্ন:৯
ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ?
উত্তর: সংবিধান।
প্রশ্ন:১০
ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
উত্তর: ৬ টি।
Comments
Post a Comment