নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
প্রাস গতিতে কণার গতিপথ হয়—
উত্তর: অধিবৃত্তাকার।
প্রশ্ন:২
তাপনিয়ামক হিসাবে পরমাণু চুল্লিতে কী ব্যবহৃত হয় ?
উত্তর: গলিত সোডিয়াম।
প্রশ্ন:৩
খালসা কথাটির অর্থ কি ?
উত্তর: পবিত্র।
প্রশ্ন:৪
মেসন পাওয়া যায়—
উত্তর: মহাজাগতিক রশ্মিতে।
প্রশ্ন:৫
শুন্য ডিগ্রি সেন্টিগ্রেড–এ বায়ু মাধ্যমে শব্দের বেগ—
উত্তর: ৩৩২ মি/সে.
প্রশ্ন:৬
সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে ?
উত্তর: অবলোহিত রশ্মি।
প্রশ্ন:৭
স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কী বলে ?
উত্তর: মূলসুর।
প্রশ্ন:৮
অপটিক্যাল ফাইবার কোন্ কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: যোগাযোগ।
প্রশ্ন:৯
তড়িতের উত্তম পরিবাহী জল হল—
উত্তর: লবনাক্ত জল।
প্রশ্ন:১০
একটি মাত্রাহীন রাশির নাম লেখো।
উত্তর: কোণ।
Comments
Post a Comment