ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
প্রাস গতিতে কণার গতিপথ হয়—
উত্তর: অধিবৃত্তাকার।
প্রশ্ন:২
তাপনিয়ামক হিসাবে পরমাণু চুল্লিতে কী ব্যবহৃত হয় ?
উত্তর: গলিত সোডিয়াম।
প্রশ্ন:৩
খালসা কথাটির অর্থ কি ?
উত্তর: পবিত্র।
প্রশ্ন:৪
মেসন পাওয়া যায়—
উত্তর: মহাজাগতিক রশ্মিতে।
প্রশ্ন:৫
শুন্য ডিগ্রি সেন্টিগ্রেড–এ বায়ু মাধ্যমে শব্দের বেগ—
উত্তর: ৩৩২ মি/সে.
প্রশ্ন:৬
সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে ?
উত্তর: অবলোহিত রশ্মি।
প্রশ্ন:৭
স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কী বলে ?
উত্তর: মূলসুর।
প্রশ্ন:৮
অপটিক্যাল ফাইবার কোন্ কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: যোগাযোগ।
প্রশ্ন:৯
তড়িতের উত্তম পরিবাহী জল হল—
উত্তর: লবনাক্ত জল।
প্রশ্ন:১০
একটি মাত্রাহীন রাশির নাম লেখো।
উত্তর: কোণ।
Comments
Post a Comment