ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
প্রাস গতিতে কণার গতিপথ হয়—
উত্তর: অধিবৃত্তাকার।
প্রশ্ন:২
তাপনিয়ামক হিসাবে পরমাণু চুল্লিতে কী ব্যবহৃত হয় ?
উত্তর: গলিত সোডিয়াম।
প্রশ্ন:৩
খালসা কথাটির অর্থ কি ?
উত্তর: পবিত্র।
প্রশ্ন:৪
মেসন পাওয়া যায়—
উত্তর: মহাজাগতিক রশ্মিতে।
প্রশ্ন:৫
শুন্য ডিগ্রি সেন্টিগ্রেড–এ বায়ু মাধ্যমে শব্দের বেগ—
উত্তর: ৩৩২ মি/সে.
প্রশ্ন:৬
সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে ?
উত্তর: অবলোহিত রশ্মি।
প্রশ্ন:৭
স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কী বলে ?
উত্তর: মূলসুর।
প্রশ্ন:৮
অপটিক্যাল ফাইবার কোন্ কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: যোগাযোগ।
প্রশ্ন:৯
তড়িতের উত্তম পরিবাহী জল হল—
উত্তর: লবনাক্ত জল।
প্রশ্ন:১০
একটি মাত্রাহীন রাশির নাম লেখো।
উত্তর: কোণ।
Comments
Post a Comment