দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
প্রাস গতিতে কণার গতিপথ হয়—
উত্তর: অধিবৃত্তাকার।
প্রশ্ন:২
তাপনিয়ামক হিসাবে পরমাণু চুল্লিতে কী ব্যবহৃত হয় ?
উত্তর: গলিত সোডিয়াম।
প্রশ্ন:৩
খালসা কথাটির অর্থ কি ?
উত্তর: পবিত্র।
প্রশ্ন:৪
মেসন পাওয়া যায়—
উত্তর: মহাজাগতিক রশ্মিতে।
প্রশ্ন:৫
শুন্য ডিগ্রি সেন্টিগ্রেড–এ বায়ু মাধ্যমে শব্দের বেগ—
উত্তর: ৩৩২ মি/সে.
প্রশ্ন:৬
সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে ?
উত্তর: অবলোহিত রশ্মি।
প্রশ্ন:৭
স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কী বলে ?
উত্তর: মূলসুর।
প্রশ্ন:৮
অপটিক্যাল ফাইবার কোন্ কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: যোগাযোগ।
প্রশ্ন:৯
তড়িতের উত্তম পরিবাহী জল হল—
উত্তর: লবনাক্ত জল।
প্রশ্ন:১০
একটি মাত্রাহীন রাশির নাম লেখো।
উত্তর: কোণ।
Comments
Post a Comment