রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
প্রাস গতিতে কণার গতিপথ হয়—
উত্তর: অধিবৃত্তাকার।
প্রশ্ন:২
তাপনিয়ামক হিসাবে পরমাণু চুল্লিতে কী ব্যবহৃত হয় ?
উত্তর: গলিত সোডিয়াম।
প্রশ্ন:৩
খালসা কথাটির অর্থ কি ?
উত্তর: পবিত্র।
প্রশ্ন:৪
মেসন পাওয়া যায়—
উত্তর: মহাজাগতিক রশ্মিতে।
প্রশ্ন:৫
শুন্য ডিগ্রি সেন্টিগ্রেড–এ বায়ু মাধ্যমে শব্দের বেগ—
উত্তর: ৩৩২ মি/সে.
প্রশ্ন:৬
সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে ?
উত্তর: অবলোহিত রশ্মি।
প্রশ্ন:৭
স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কী বলে ?
উত্তর: মূলসুর।
প্রশ্ন:৮
অপটিক্যাল ফাইবার কোন্ কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: যোগাযোগ।
প্রশ্ন:৯
তড়িতের উত্তম পরিবাহী জল হল—
উত্তর: লবনাক্ত জল।
প্রশ্ন:১০
একটি মাত্রাহীন রাশির নাম লেখো।
উত্তর: কোণ।
Comments
Post a Comment