পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৯৫৫।
প্রশ্ন:২
ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে নিয়োগ করেন ?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন:৩
স্বাধীন ভারতে কেন্দ্রীয় সরকারের বাজেট প্রথম কোন্ তারিখে পেশ হয় ?
উত্তর: ২৬ শে নভেম্বর ১৯৪৭।
প্রশ্ন:৪
‘জনগনের পরিকল্পনা’ বলা হয় কোন্ পরিকল্পনাকে ?
উত্তর: পঞ্চম পরিকল্পনাকে।
প্রশ্ন:৫
ভারতে কত শতাংশ দারিদ্র সীমার নিচে বাস করে—
উত্তর: গ্রামে–৩৬%, শহরে–৩০%।
প্রশ্ন:৬
পরিকাঠামো বলতে কী বোঝো ?
উত্তর: রাস্তাঘাট।
প্রশ্ন:৭
সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে তা হল—
উত্তর: গম।
প্রশ্ন:৮
এখনও পর্যন্ত মোট কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছে ?
উত্তর: ২০ টি।
প্রশ্ন:৯
ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: মার্চ ১৯৫০।
প্রশ্ন:১০
ভারতের আর্থিক বছর শুরু হয় কোন্ তারিখ থেকে ?
উত্তর: ১ লা এপ্রিল।
Comments
Post a Comment