সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
১৯৭০ সালের পেমেন্ট আইন সংশোধিত কোন্ সংস্থার প্রতি ভারতবর্ষের অঙ্গীকার রাখতে ?
উত্তর: বিশ্ব বানিজ্য সংস্থা।
প্রশ্ন:২
ভারতে সুদের হারের নীতি প্রকৃতপক্ষে কোন্ নীতির অন্তর্গত ?
উত্তর: আর্থিক।
প্রশ্ন:৩
কোন্ বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয় ?
উত্তর: ১৯৯২।
প্রশ্ন:৪
কোন্ সংস্থার প্রতি ভারতবর্ষের অঙ্গীকার রাখতে ১৯৭০ সালের পেমেন্ট আইন সংশোধিত হয়?
উত্তর: ১৯৯২।
প্রশ্ন:৫
কোন্ ভাইসরয়ের আমল থেকে বাজেট প্রথার প্রবর্তন করা হয় ?
উত্তর: লর্ড ক্যানিং।
প্রশ্ন:৬
আসিয়ান (ASEAN) কোথাকার আঞ্চলিক সংগঠন ?
উত্তর: দক্ষিণ–পূর্ব এশিয়ার।
প্রশ্ন:৭
ভারতে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল কোন্ দশকে ?
উত্তর: ১৯৮১–৯১।
প্রশ্ন:৮
বিশ্ববানিজ্য সংস্থার শেষ বৈঠক কোথায় বসে ?
উত্তর: হংকং।
প্রশ্ন:৯
কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘাটতি অর্থসংস্থানের লক্ষ্যকে শুন্য ধরা হয় ?
উত্তর: নবম।
প্রশ্ন:১০
ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ হয় ?
উত্তর: ১৯৪৯।
Comments
Post a Comment