দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন:২
চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৩
ভারতে পরিবেশ রক্ষা আইন পাস হয় কত সালে ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৪
কোনটি গ্যাসীয় চক্র নয় ?
উত্তর: ফসফরাস চক্র।
প্রশ্ন:৫
গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান গ্যাস কোনটি ?
উত্তর: কার্বন ড্রাই অক্সাইড।
প্রশ্ন:৬
কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয় ?
উত্তর: ১৯৯৩ সালে।
প্রশ্ন:৭
বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন্ দিন উদযাপিত হয় ?
উত্তর: ২৩ শে মার্চ।
প্রশ্ন:৮
ধোঁয়াশা কি ?
উত্তর: কুয়াশা ও ধোঁয়া।
প্রশ্ন:৯
ওজোন হোল–এর নামকরণ করেছেন কে ?
উত্তর: ফারমেন।
প্রশ্ন:১০
ইকোসিস্টেম নামকরণ করেন কে ?
উত্তর: ট্যানসলে।
Comments
Post a Comment