ভারতবর্ষের ভূপ্রকৃতিগত তারতম্য ও বিভাগসমূহ ভারতবর্ষ একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। এর ভূপ্রকৃতিতে পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, উপকূল এবং দ্বীপপুঞ্জ—সবকিছুরই সহাবস্থান দেখা যায়। এই প্রাকৃতিক বৈচিত্র্যের তারতম্য অনুযায়ী ভারতবর্ষকে প্রধানত পাঁচটি বা ছয়টি প্রধান ভাগে ভাগ করা যায়। ঐতিহাসিক ও ভৌগোলিক উভয় দৃষ্টিকোণ থেকেই এই বিভাগগুলো গুরুত্বপূর্ণ।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন:২
চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৩
ভারতে পরিবেশ রক্ষা আইন পাস হয় কত সালে ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৪
কোনটি গ্যাসীয় চক্র নয় ?
উত্তর: ফসফরাস চক্র।
প্রশ্ন:৫
গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান গ্যাস কোনটি ?
উত্তর: কার্বন ড্রাই অক্সাইড।
প্রশ্ন:৬
কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয় ?
উত্তর: ১৯৯৩ সালে।
প্রশ্ন:৭
বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন্ দিন উদযাপিত হয় ?
উত্তর: ২৩ শে মার্চ।
প্রশ্ন:৮
ধোঁয়াশা কি ?
উত্তর: কুয়াশা ও ধোঁয়া।
প্রশ্ন:৯
ওজোন হোল–এর নামকরণ করেছেন কে ?
উত্তর: ফারমেন।
প্রশ্ন:১০
ইকোসিস্টেম নামকরণ করেন কে ?
উত্তর: ট্যানসলে।
Comments
Post a Comment