এক নজরে হরপ্পা সভ্যতা - Harappan civilization at a glance আবিষ্কারের সময় : ১৯২২ খ্রিস্টাব্দ। আবিষ্কারক : রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। অবস্থান : সিন্ধুনদের উপত্যকায়। সময়কাল : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন:২
চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৩
ভারতে পরিবেশ রক্ষা আইন পাস হয় কত সালে ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৪
কোনটি গ্যাসীয় চক্র নয় ?
উত্তর: ফসফরাস চক্র।
প্রশ্ন:৫
গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান গ্যাস কোনটি ?
উত্তর: কার্বন ড্রাই অক্সাইড।
প্রশ্ন:৬
কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাস হয় ?
উত্তর: ১৯৯৩ সালে।
প্রশ্ন:৭
বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন্ দিন উদযাপিত হয় ?
উত্তর: ২৩ শে মার্চ।
প্রশ্ন:৮
ধোঁয়াশা কি ?
উত্তর: কুয়াশা ও ধোঁয়া।
প্রশ্ন:৯
ওজোন হোল–এর নামকরণ করেছেন কে ?
উত্তর: ফারমেন।
প্রশ্ন:১০
ইকোসিস্টেম নামকরণ করেন কে ?
উত্তর: ট্যানসলে।
Comments
Post a Comment