ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শুদ্ধ অদৈত্ববাদের প্রবর্তক কে?
উত্তর: বল্লভাচার্য।
প্রশ্ন:২
সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না ?
উত্তর: লোহা।
প্রশ্ন:৩
বুদ্ধ চরিতের রচয়িতা কে ?
উত্তর: অশ্বঘোষ।
প্রশ্ন:৪
বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত ?
উত্তর: 24।
প্রশ্ন:৫
কথাকলি নৃত্য কোন্ রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর: কেরালা।
প্রশ্ন:৬
ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি ?
উত্তর: হিমাচল প্রদেশ।
প্রশ্ন:৭
পরশুরাম কার ছদ্দনাম ?
উত্তর: রাজশেখর বসু।
প্রশ্ন:৮
রিজার্ভ ব্যাংক কোন্ রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না ?
উত্তর: নাগাল্যান্ড।
প্রশ্ন:৯
পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল ?
উত্তর: মগধ।
প্রশ্ন:১০
মির্জা গালিব কিসের জন্য বিখ্যাত ?
উত্তর: গজল।
Comments
Post a Comment