দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শুদ্ধ অদৈত্ববাদের প্রবর্তক কে?
উত্তর: বল্লভাচার্য।
প্রশ্ন:২
সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না ?
উত্তর: লোহা।
প্রশ্ন:৩
বুদ্ধ চরিতের রচয়িতা কে ?
উত্তর: অশ্বঘোষ।
প্রশ্ন:৪
বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত ?
উত্তর: 24।
প্রশ্ন:৫
কথাকলি নৃত্য কোন্ রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর: কেরালা।
প্রশ্ন:৬
ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি ?
উত্তর: হিমাচল প্রদেশ।
প্রশ্ন:৭
পরশুরাম কার ছদ্দনাম ?
উত্তর: রাজশেখর বসু।
প্রশ্ন:৮
রিজার্ভ ব্যাংক কোন্ রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না ?
উত্তর: নাগাল্যান্ড।
প্রশ্ন:৯
পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল ?
উত্তর: মগধ।
প্রশ্ন:১০
মির্জা গালিব কিসের জন্য বিখ্যাত ?
উত্তর: গজল।
Comments
Post a Comment