🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
স্কার্ভি রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন–C।
প্রশ্ন:২
FIR এ I কোন্ শব্দ নির্দেশ করে ?
উত্তর: INFORMATION।
প্রশ্ন:৩
ব্রিটিশ শাসিত ভারতে যার দ্বারা হোমরুল আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তর: এনি বেসান্ত।
প্রশ্ন:৪
ভারতে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন ?
উত্তর: তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
প্রশ্ন:৫
লোকসভার স্পিকার নির্বাচিত হন—
উত্তর: লোকসভার সদস্যের দ্বারা।
প্রশ্ন:৬
‘ডিফেন্ডিং ইন্ডিয়া’–বইটি কার লেখা ?
উত্তর: জসওয়ান্ত সিনহা।
প্রশ্ন:৭
টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন ?
উত্তর: মহীশূর।
প্রশ্ন:৮
দাদা সাহেব ফালকে পুরস্কার যে বিষয়ে দেওয়া হয়—
উত্তর: সিনেমা।
প্রশ্ন:৯
বিজলী দ্বন্দ্ব কে আবিষ্কার করেছিলেন ?
উত্তর: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
প্রশ্ন:১০
ধ্যান চাদঁ কোন্ খেলার সাথে যুক্ত ?
উত্তর: হকি।
Comments
Post a Comment