ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
স্কার্ভি রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন–C।
প্রশ্ন:২
FIR এ I কোন্ শব্দ নির্দেশ করে ?
উত্তর: INFORMATION।
প্রশ্ন:৩
ব্রিটিশ শাসিত ভারতে যার দ্বারা হোমরুল আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তর: এনি বেসান্ত।
প্রশ্ন:৪
ভারতে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন ?
উত্তর: তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
প্রশ্ন:৫
লোকসভার স্পিকার নির্বাচিত হন—
উত্তর: লোকসভার সদস্যের দ্বারা।
প্রশ্ন:৬
‘ডিফেন্ডিং ইন্ডিয়া’–বইটি কার লেখা ?
উত্তর: জসওয়ান্ত সিনহা।
প্রশ্ন:৭
টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন ?
উত্তর: মহীশূর।
প্রশ্ন:৮
দাদা সাহেব ফালকে পুরস্কার যে বিষয়ে দেওয়া হয়—
উত্তর: সিনেমা।
প্রশ্ন:৯
বিজলী দ্বন্দ্ব কে আবিষ্কার করেছিলেন ?
উত্তর: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
প্রশ্ন:১০
ধ্যান চাদঁ কোন্ খেলার সাথে যুক্ত ?
উত্তর: হকি।
Comments
Post a Comment