মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
১৩৯৮ সালে কে ভারত আক্রমন করেছিলেন ?
উত্তর: তৈমুর লঙ।
প্রশ্ন:২
দ্বিতীয় পুলকেশী কোন্ বংশের শাসক ছিলেন ?
উত্তর: চালুক্য।
প্রশ্ন:৩
কে একজন অন্ধ কবি, কৃষ্ণপুজারী ও কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন ?
উত্তর: সুরদাস।
প্রশ্ন:৪
বৌদ্ধ ধর্মের ত্রিশূল প্রতীকটি কীসের প্রতিনিধিত্ব করে না ?
উত্তর: নির্বাণ।
প্রশ্ন:৫
কাঞ্চি কোন্ রাজ্যের রাজধানী ?
উত্তর: পল্লব।
প্রশ্ন:৬
কলিঙ্গ যুদ্ধ কখন হয়েছিল ?
উত্তর: 261 খ্রিষ্টপূর্বাব্দ।
প্রশ্ন:৭
উত্তর ভারতের শেষ আফগান রাজবংশ কোনটি ?
উত্তর: সুরি।
প্রশ্ন:৮
আকবরের শাসনকালে মীর বক্সী কী দেখাশোনার জন্য থাকত ?
উত্তর: সামরিক বিষয়।
প্রশ্ন:৯
মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল ?
উত্তর: বখশি।
প্রশ্ন:১০
শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনীগ্রন্থ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থের প্রন্থাকার কে ?
উত্তর: কৃষ্ণদাস কবিরাজ।
Comments
Post a Comment