বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নীচের কোন্ টিস্যু ফুসফুসের গ্যাসীয় আদান-প্রদানের জন্য পাতলা তল গঠন করে ?
(a) এপিথিয়াল
(b) কানেকটিভ
(c) নার্ভাস
(d) মাসকুলার
উত্তর: A
প্রশ্ন:২
মূত্রাশয় আবৃত থাকে—
(a) সরল এপিথেলিয়াম
(b) যৌগিক এপিথেলিয়াম
(c) ট্রানজিশনাল এপিথেলিয়াম
(d) সিউডোস্ট্রাটিফায়েড এপিথেলিয়াম
উত্তর: C
প্রশ্ন:৩
নীচের কোনটি দুটি অস্থির সংযােগ ঘটায় ?
(a) কার্টিলেজ
(b) লিগামেন্ট
(c) টেনডন
(d) রক্ত
উত্তর: B
প্রশ্ন:৪
মসৃণ পেশি নীচের কোটিতে থাকে না ?
(a) পৌষ্টিক নালি
(b) জরায়ু
(c) ডিম্বনালি
(d) চোখের বহিঃপেশি
উত্তর: D
প্রশ্ন:৫
অস্টিওব্লাস্ট অংশ নেয়—
(a) অস্থি ধ্বংস
(b) ক্যালসিটোনিন ক্ষরণ
(c) ক্যালসিয়াম সঞ্চয়
(d) নতুন অস্থি কলা গঠন ও মেরামতি
উত্তর: D
প্রশ্ন:৬
গ্রন্থির ক্ষরণ যখন সরাসরি রক্তে মেশে তখন তাকে বলে—
(a) অ্যাপােক্রিন গ্রন্থি
(b) হলােক্রিন গ্রন্থি
(c) এক্সোক্রিন গ্রন্থি
(d) এন্ডােক্রিন গ্রন্থি
উত্তর: D
প্রশ্ন:৭
তরুণাস্থির বাইরের আবরণকে বলে—
(a) পেরিকনড্রিয়াম
(b) পেরিঅস্টিয়াম
(c) এন্ডােস্টিয়াম
(d) পেরিটোনিয়াম
উত্তর: A
প্রশ্ন:৮
অস্থি কলার আবরণী গঠন করে—
(a) পেরিকন্ড্রিয়াম
(b) পেরিটোনিয়াম
(c) পেরিঅস্টিয়াস
(d) প্লুরা
উত্তর: C
প্রশ্ন:৯
লসিকা রক্ত থেকে আলাদা কোনটি না থাকার জন্য ?
(a) RBC
(b) WBC
(c) প্রোটিন
(d) প্লাজমা
উত্তর: A
প্রশ্ন:১০
নীচের কোন্ কলা গ্রন্থি গঠন করে ?
(a) এপিথিলিয়াল
(b) মাসকুলার
(c) নার্ভাস
(d) কানেকটিভ
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১১[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান সেট ১৩[NEXT]
✸✸✸

Comments
Post a Comment