বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
আলোক নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ কি ?
উঃ
টমাটো ।
প্রশ্নঃ২
' মাের ’ কি ?
উঃ
হিউমাসের একটি ফাংগিমুজ আম্লিক স্তর ।
প্রশ্নঃ৩
সােলানচাক এবং সোলোনেজ কি ?
উঃ
সাদাক্ষার মাটিকে সােলানচাক এবং কালাে ক্ষার মাটিকে সোলোনেজ বলে ।
প্রশ্নঃ৪
প্যান কাকে বলে ?
উঃ
যে মাটির স্তর ঘন বিন্যস্ত এবং জল সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে ।
প্রশ্নঃ৫
টেরারােজা কাকে বলে ?
উঃ
চুনাপাথর গঠিত এলাকায় আবহবিকার সংঘটিত হলে লৌহকণাযুক্ত যে ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে টেরারােজা বলে ।
প্রশ্নঃ৬
বিশ্ববাণিজ্য সংস্থার জন্ম কবে হয় ?
উঃ
১৯৯৫ সালে ।
প্রশ্নঃ৭
মন্ট্রিল প্রােটাকল কি ?
উঃ
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন ।
প্রশ্নঃ৮
২০০১ খ্রীঃ আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত ?
উঃ
35টি ।
প্রশ্নঃ৯
ঝুম কি ?
উঃ
স্থানান্তর কৃষি ভারতে ঝুম নামে পরিচিত ।
প্রশ্নঃ১০
পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল কোনটি ?
উঃ
ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ১৯[NEXT]
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment