দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
আলোক নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ কি ?
উঃ
টমাটো ।
প্রশ্নঃ২
' মাের ’ কি ?
উঃ
হিউমাসের একটি ফাংগিমুজ আম্লিক স্তর ।
প্রশ্নঃ৩
সােলানচাক এবং সোলোনেজ কি ?
উঃ
সাদাক্ষার মাটিকে সােলানচাক এবং কালাে ক্ষার মাটিকে সোলোনেজ বলে ।
প্রশ্নঃ৪
প্যান কাকে বলে ?
উঃ
যে মাটির স্তর ঘন বিন্যস্ত এবং জল সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে ।
প্রশ্নঃ৫
টেরারােজা কাকে বলে ?
উঃ
চুনাপাথর গঠিত এলাকায় আবহবিকার সংঘটিত হলে লৌহকণাযুক্ত যে ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে টেরারােজা বলে ।
প্রশ্নঃ৬
বিশ্ববাণিজ্য সংস্থার জন্ম কবে হয় ?
উঃ
১৯৯৫ সালে ।
প্রশ্নঃ৭
মন্ট্রিল প্রােটাকল কি ?
উঃ
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন ।
প্রশ্নঃ৮
২০০১ খ্রীঃ আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত ?
উঃ
35টি ।
প্রশ্নঃ৯
ঝুম কি ?
উঃ
স্থানান্তর কৃষি ভারতে ঝুম নামে পরিচিত ।
প্রশ্নঃ১০
পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল কোনটি ?
উঃ
ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ১৯[NEXT]
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment