ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
আলোক নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ কি ?
উঃ
টমাটো ।
প্রশ্নঃ২
' মাের ’ কি ?
উঃ
হিউমাসের একটি ফাংগিমুজ আম্লিক স্তর ।
প্রশ্নঃ৩
সােলানচাক এবং সোলোনেজ কি ?
উঃ
সাদাক্ষার মাটিকে সােলানচাক এবং কালাে ক্ষার মাটিকে সোলোনেজ বলে ।
প্রশ্নঃ৪
প্যান কাকে বলে ?
উঃ
যে মাটির স্তর ঘন বিন্যস্ত এবং জল সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে ।
প্রশ্নঃ৫
টেরারােজা কাকে বলে ?
উঃ
চুনাপাথর গঠিত এলাকায় আবহবিকার সংঘটিত হলে লৌহকণাযুক্ত যে ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে টেরারােজা বলে ।
প্রশ্নঃ৬
বিশ্ববাণিজ্য সংস্থার জন্ম কবে হয় ?
উঃ
১৯৯৫ সালে ।
প্রশ্নঃ৭
মন্ট্রিল প্রােটাকল কি ?
উঃ
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন ।
প্রশ্নঃ৮
২০০১ খ্রীঃ আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত ?
উঃ
35টি ।
প্রশ্নঃ৯
ঝুম কি ?
উঃ
স্থানান্তর কৃষি ভারতে ঝুম নামে পরিচিত ।
প্রশ্নঃ১০
পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল কোনটি ?
উঃ
ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ১৯[NEXT]
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment