নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
আলোক নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ কি ?
উঃ
টমাটো ।
প্রশ্নঃ২
' মাের ’ কি ?
উঃ
হিউমাসের একটি ফাংগিমুজ আম্লিক স্তর ।
প্রশ্নঃ৩
সােলানচাক এবং সোলোনেজ কি ?
উঃ
সাদাক্ষার মাটিকে সােলানচাক এবং কালাে ক্ষার মাটিকে সোলোনেজ বলে ।
প্রশ্নঃ৪
প্যান কাকে বলে ?
উঃ
যে মাটির স্তর ঘন বিন্যস্ত এবং জল সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে ।
প্রশ্নঃ৫
টেরারােজা কাকে বলে ?
উঃ
চুনাপাথর গঠিত এলাকায় আবহবিকার সংঘটিত হলে লৌহকণাযুক্ত যে ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে টেরারােজা বলে ।
প্রশ্নঃ৬
বিশ্ববাণিজ্য সংস্থার জন্ম কবে হয় ?
উঃ
১৯৯৫ সালে ।
প্রশ্নঃ৭
মন্ট্রিল প্রােটাকল কি ?
উঃ
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইন ।
প্রশ্নঃ৮
২০০১ খ্রীঃ আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত ?
উঃ
35টি ।
প্রশ্নঃ৯
ঝুম কি ?
উঃ
স্থানান্তর কৃষি ভারতে ঝুম নামে পরিচিত ।
প্রশ্নঃ১০
পৃথিবীর দীর্ঘতম রেলপথ হল কোনটি ?
উঃ
ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
👉ভূগোল সেট ১৯[NEXT]
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
Comments
Post a Comment