আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ
✔️প্রশ্ন:১
কোন্ আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয় ?
(a) নৈতিক আইন
(b) প্রাকৃতিক আইন
(c) ধর্মীয় আইন
(d) রাষ্ট্রীয় আইন
উত্তর: D
✔️প্রশ্ন:২
দাসপ্রথার বিরুদ্ধে বক্তব্য রেখে স্টোয়িক দার্শনিকরা কীরূপ সাম্যের তত্ত্ব প্রচার করেন ?
(a) অর্থনৈতিক
(b) রাজনৈতিক
(c) স্বাভাবিক
(d) সামাজিক
উত্তর: C
✔️প্রশ্ন:৩
সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে বর্ণনা করেন—
(a) জন স্টুয়ার্ট মিল
(b) মার্কস
(c) এঙ্গেলস
(d) রুশাে
উত্তর: A
✔️প্রশ্ন:৪
ন্যায়বিচার আইনের—
(a) উৎস
(b) উৎস নয়
(c) পরিপূরক
(d) পরিপন্থী
উত্তর: A
✔️প্রশ্ন:৫
রাষ্ট্রীয় বা জাতীয় আইন প্রযােজ্য হয়—
(a) নমনীয়ভাবে
(b) অনমনীয়ভাবে
(c) স্বেচ্ছামূলকভাবে
(d) বাধ্যতামূলকভাবে
উত্তর: D
✔️প্রশ্ন:৬
আইনের ধারণা হল—
(a) স্থিতিশীল
(b) গতিশীল
(c) সাবেকি
(d) আধুনিক
উত্তর: B
✔️প্রশ্ন:৭
নীচের কোনটি অনুযায়ী সকলের জন্য সমান আইন প্রণয়ন করা উচিত ?
(a) আইনগত ন্যায়
(b) সামাজিক ন্যায়
(c) রাজনৈতিক ন্যায়
(d) ধর্মীয় ন্যায়
উত্তর: A
✔️প্রশ্ন:৮
মৌলিক অধিকার স্বাধীনতার একটি—
(a) উপাদান
(b) বৈশিষ্ট্য
(c) রক্ষাকবচ
(d) বিকল্প
উত্তর: C
✔️প্রশ্ন:৯
সাম্য ও স্বাধীনতা পরস্পরের—
(a) পরিপূরক
(b) পরিপন্থী
(c) বিপরীতধর্মী
(d) সমধর্মী
উত্তর: A
✔️প্রশ্ন:১০
আইনের প্রকৃতি হল—
(a) সীমিত
(b) অসীম
(c) সর্বজনীন
(d) সর্বজনীন নয়
উত্তর: D
*******************************************************
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ৫[PREV]
👉আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ - সেট ৭[NEXT]
*******************************************************
Comments
Post a Comment