জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা
✵প্রশ্ন:১
নিজেকে অন্য জনসমাজ থেকে সম্পূর্ণ পৃথক বলে মনে করে এমন একটি ঐক্যবদ্ধ জনসমাজ হল—
(a) জাতি
(b) জাতীয়তা
(c) জনসমষ্টি
(d) জাতীয় জনসমাজ
উত্তর: D
✵প্রশ্ন:২
জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন—
(a) এরিক ফ্রোম
(b) টয়েনবি
(c) জিমাৰ্ন
(d) শেফার
উত্তর: A
✵প্রশ্ন:৩
বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার—
(a) শত্রু
(b) মিত্র
(c) সমধর্মী
(d) বিকল্প
উত্তর: A
✵প্রশ্ন:৪
“বংশগত ঐক্যের ভিত্তিতে জাতীয় জনসমাজকে ব্যাখ্যা করার চেষ্টা সম্পূর্ণ অর্থহীন।”—কে বলেছেন ?
(a) শেফার
(b) ল্যাফিক
(c) ল্যাস্কি
(d) গার্নার
উত্তর: A
✵প্রশ্ন:৫
আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির কীরূপ প্রয়ােগ কাম্য ?
(a) অবাধ
(b) সীমিত
(c) অনিয়ন্ত্রিত
(d) নিরঙ্কুশ
উত্তর: B
✵প্রশ্ন:৬
“জাতি হল এক মনস্তাত্ত্বিক সত্তা আর রাষ্ট্র হল এক বাস্তব রাজনৈতিক সত্তা।”—কে বলেছেন ?
(a) জিমাৰ্ন
(b) শেফার
(c) উইলসন
(d) ল্যাস্কি
উত্তর: A
✵প্রশ্ন:৭
রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ হল—
(a) জাতি
(b) জাতীয় জনসমাজ
(c) জাতীয়তা
(d) জনসমষ্টি
উত্তর: B
✵প্রশ্ন:৮
জাতীয়তাবাদকে মানবজীবনের অন্যতম অভিশাপ বলেছেন—
(a) ম্যালিনােভস্কি
(b) রবীন্দ্রনাথ
(c) রােমা রঁলা
(d) রাসেল
উত্তর: A
✵প্রশ্ন:৯
একটি নির্দিষ্ট জনসমষ্টির জাতি-চেতনাই হল—
(a) জাতীয়তাবাদ
(b) আন্তর্জাতিকতাবাদ
(c) উগ্র জাতীয়তাবাদ
(d) প্রকৃত জাতীয়তাবাদ
উত্তর: A
✵প্রশ্ন:১০
রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত,বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজকে বলে—
(a) জাতি
(b) জাতীয় জনসমাজ
(c) জনসমাজ
(d) জনসমষ্টি
উত্তর: A
👉জাতি,জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা সেট ২ [NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment