রাষ্ট্র
👉প্রশ্ন:১
রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল—
(a) জনগণ
(b) ভৌগােলিক অবস্থান
(c) রাজনৈতিক দল
(d) সার্বভৌমত্ব
উত্তর: D
👉প্রশ্ন:২
রাষ্ট্র বাহু হল—
(a) জনগণ
(b) সরকার
(c) ভূখণ্ড
(d) সার্বভৌমিকতা
উত্তর: C
👉প্রশ্ন:৩
বলপ্রয়ােগ মতবাদের মুখ্য প্রবক্তা হলেন—
(a) গ্রিন
(b) ওপেনহাইমার
(c) মিল
(d) রাসেল
উত্তর: B
👉প্রশ্ন:৪
কার মতে,আদিম মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা ব্যক্তিসংসদের হাতে অর্পণ করেছিল ?
(a) হবসের
(b) লকের
(c) রুশাের
(d) বেন্থামের
উত্তর: A
👉প্রশ্ন:৫
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল—
(a) সরকার
(b) সার্বভৌমত্ব
(c) জনসমষ্টি
(d) নির্দিষ্ট ভূখণ্ড
উত্তর: B
👉প্রশ্ন:৬
বিরুদ্ধাচরণের অধিকারের প্রবক্তা হলেন—
(a) হবস
(b) লক্
(c) রুশাে
(d) মিল
উত্তর: B
👉প্রশ্ন:৭
রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ হল—
(a) জাতি
(b) জাতীয় জনসমাজ
(c) জনগােষ্ঠী
(d) গােষ্ঠী
উত্তর: B
👉প্রশ্ন:৮
“রাষ্ট্র হল পৃথিবীতে ভগবানের পদক্ষেপ।”—কথাটি কে বলেছেন ?
(a) কান্ট
(b) হেগেল
(c) ফিকটে
(d) রাসেল
উত্তর: B
👉প্রশ্ন:৯
কার মতে, চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা রাজার হাতে অর্পণ করেছিল ?
(a) হবসের
(b) লকের
(c) রুশোর
(d) মিলের
উত্তর: A
👉প্রশ্ন:১০
“আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র”—একথা কে বলেছেন ?
(a) বােদাঁ
(b) ল্যাস্কি
(c) মিল
(d) ব্রাডলি
উত্তর: A
✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭
👉রাষ্ট্র - সেট ১[PREV]
👉রাষ্ট্র - সেট ৩[NEXT]
✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭✭
Comments
Post a Comment