বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মৌলিক অধিকার ও কর্তব্য
📗প্রশ্ন:১
'ESMA' আইন কোন্ অধিকারের ওপর একটি বাধা ?
(a) সাম্যের
(b) স্বাধীনতার
(c) ধর্মীয় স্বাধীনতার
(d) জীবনের
উত্তর: B
📗প্রশ্ন:২
ব্যক্তিগত সম্পত্তির অধিকার একটি কীরূপ অধিকার ?
(a) পৌর
(b) সামাজিক
(c) অর্থনৈতিক
(d) রাজনৈতিক
উত্তর: A
📗প্রশ্ন:৩
বাক্ স্বাধীনতার অধিকার একটি—
(a) সামাজিক অধিকার
(b) রাজনৈতিক অধিকার
(c) অর্থনৈতিক অধিকার
(d) পৌর অধিকার
উত্তর: B
📗প্রশ্ন:৪
ভারতের সংবিধানে বলা হয়েছে—
(a) সার্বিক সাক্ষরতার কথা
(b) সার্বিক প্রাথমিক শিক্ষার কথা
(c) নিরক্ষরতা দূরীকরণের কথা
(d) সার্বিক মাধ্যমিক শিক্ষার কথা
উত্তর: B
📗প্রশ্ন:৫
অবসর যাপনের অধিকার একটি—
(a) পৌর অধিকার
(b) রাজনৈতিক অধিকার
(c) সামাজিক অধিকার
(d) অর্থনৈতিক অধিকার
উত্তর: D
📗প্রশ্ন:৬
ভারতের সংবিধান সুনিশ্চিত করে—
(a) শােষণের বিরুদ্ধে অধিকার
(b) কর্মের অধিকার
(c) বেকার ভাতার অধিকার
(d) উদ্বাস্তু পুনর্বাসনের অধিকার
উত্তর: A
📗প্রশ্ন:৭
সরকারি কাজের সমালােচনা করার অধিকার একটি—
(a) পৌর অধিকার
(b) সামাজিক অধিকার
(c) রাজনৈতিক অধিকার
(d) অর্থনৈতিক অধিকার
উত্তর: C
📗প্রশ্ন:৮
‘আইনের দৃষ্টিতে সাম্য' নীতিটি গৃহীত হয়েছে কোন্ দেশ থেকে ?
(a) জাপান
(b) কানাডা
(c) ব্রিটেন
(d) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর: C
📗প্রশ্ন:৯
১৯৭৬ সালে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ হয়েছে সংবিধানের—
(a) ৩ য় অংশে
(b) ৪ র্থ অংশে
(c) ৫ ম অংশে
(d) ৬ ষ্ঠ অংশে
উত্তর: B
📗প্রশ্ন:১০
ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষা করতে পারে—
(a) সুপ্রিমকোর্ট
(b) হাইকোর্ট
(c) মানবাধিকার কমিশন
(d) সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment