আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি ছিল—
(a) পােড়া ইট দিয়ে তৈরি
(b) পাথর দিয়ে তৈরি
(c) কাঠ দিয়ে তৈরি
(d) মাটি দিয়ে তৈরি
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
লােথাল কোন্ নদীর তীরে অবস্থিত ছিল ?
(a) ভােগাবর
(b) ঘর্ঘরা
(c) শতদ্রু
(d) রাভি
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
মহেন-জো-দারাে কথাটির অর্থ—
(a) পাথরের স্তূপ
(b) মৃতের স্তূপ
(c) কাঠের স্তূপ
(d) বালির স্তূপ
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
হুইলার মনে করেন যে, হরপ্পা সভ্যতায় ভূমিদাসে পরিণত হয়েছিল—
(a) কৃষকরা
(b) শ্রমিকরা
(c) শিল্পীরা
(d) কারিগররা
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে—
(a) মিশরীয় সভ্যতায়
(b) সুমেরীয়
(c) হরপ্পা
(d) মেসােপটেমিয়া
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
হরপ্পা সভ্যতা কোন্ নদের তীরে গড়ে উঠেছিল—
(a) দামােদর নদ
(b) সিন্ধু নদ
(c) অজয় নদ
(d) ব্রহ্মপুত্র নদ
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে—
(a) আলমগীরপুরে
(b) ধােলাভিরায়
(c) লােথালে
(d) কালিবঙ্গানে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
লিঙ্গ ও যােনি পূজার প্রচলন ছিল—
(a) হরপ্পায়
(b) মিশরে
(c) সুমেরে
(d) ব্যাবিলনে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
হরপ্পায় প্রাপ্ত মােট সিলের সংখ্যা—
(a) ১০০০
(b) ১৫০০
(c) ২০০০
(d) ২৫০০
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
হরপ্পা সভ্যতার স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে ?
(a) হরপ্পায়
(b) মহেন-জো-দারােতে
(c) কালিবঙ্গানে
(d) লােথালে
উত্তর: B
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৬[PREV]
👉আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ সেট ৮[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment