নাগরিকতা
✔️প্রশ্ন:১
কোনাে বিদেশি পুরুষ কোন্ দেশের মহিলাকে বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন ?
(a) চিন
(b) জাপান
(c) মায়ানমার
(d) পাকিস্তান
উত্তর: B
✔️প্রশ্ন:২
গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হল—
(a) সুনাগরিকতা
(b) স্বার্থপরতা
(c) বিচ্ছিন্নতা
(d) উদাসীনতা
উত্তর: A
✔️প্রশ্ন:৩
‘সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য’ বলেছেন—
(a) অ্যারিস্টটল
(b) প্লেটো
(c) রুশাে
(d) রাসেল
উত্তর: A
✔️প্রশ্ন:৪
ভারতের নাগরিকতা আইন প্রণীত হয়—
(a) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৯৫০ খ্রিস্টাব্দে
(c) ১৯৪২ খ্রিস্টাব্দে
(d) ১৯৬১ খ্রিস্টাব্দে
উত্তর: A
✔️প্রশ্ন:৫
নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে—
(a) সুনাগরিক
(b) নাগরিক
(c) বিদেশি
(d) নাগরিক ও বিদেশি উভয়ই
উত্তর: A
✔️প্রশ্ন:৬
আইন মান্য করা—
(a) পরিবারের প্রতি কর্তব্য
(b) সমাজের প্রতি কর্তব্য
(c) রাষ্ট্রের প্রতি কর্তব্য
(d) বিশ্বের প্রতি কর্তব্য
উত্তর: C
✔️প্রশ্ন:৭
অপূর্ণাঙ্গ নাগরিক কীরূপ অধিকার ভােগ করে না ?
(a) সামাজিক
(b) অর্থনৈতিক
(c) রাজনৈতিক
(d) সাংস্কৃতিক
উত্তর: C
✔️প্রশ্ন:৮
কীরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব ?
(a) গণতান্ত্রিক
(b) একনায়কতান্ত্রিক
(c) সামরিক
(d) ধর্মীয়
উত্তর: A
✔️প্রশ্ন:৯
‘কোনাে জাতি তার যােগ্যতা অনুযায়ী সরকার পায়’ বলেছেন—
(a) ভলতেয়ার
(b) রুশাে
(c) লর্ড ব্রাইস
(d) অ্যারিস্টটল
উত্তর: A
✔️প্রশ্ন:১০
দ্বৈত নাগরিকত্ব চালু আছে—
(a) ভারতে
(b) ব্রিটেনে
(c) আমেরিকায়
(d) ফ্রান্সে
উত্তর: C
************************************************************
👉নাগরিকতা সেট ২[NEXT]
************************************************************
Comments
Post a Comment