রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন
প্রশ্ন:১
কে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা ?
(a) লক্
(b) গ্রিন
(c) ল্যাস্কি
(d) হবস
উত্তর: A
প্রশ্ন:২
কীসের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় ?
(a) উদারনীতিবাদী
(b) মার্কসবাদী
(c) আচরণবাদী
(d) নীতিবাদী
উত্তর: A
প্রশ্ন:৩
নয়া-উদারনীতিবাদ রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে কাকে আলােচ্য করে তােলে ?
(a) ব্যক্তিকে
(b) রাষ্ট্রকে
(c) ব্যক্তি ও রাষ্ট্র উভয়কে
(d) শাসককে
উত্তর: A
প্রশ্ন:৪
নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা—
(a) কোঁৎ
(b) জে.এম.বুকানন
(c) স্মিথ
(d) রিকার্ডো
উত্তর: B
প্রশ্ন:৫
রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন্ শতকের আন্দোলন ?
(a) অষ্টাদশ
(b) উনিশ
(c) বিশ
(d) একুশ
উত্তর: C
প্রশ্ন:৬
কারা মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান-নিরপেক্ষ ও বাস্তব আলােচনা সম্ভব ?
(a) আচরণবাদী তাত্ত্বিকরা
(b) মার্কসবাদী তাত্ত্বিকরা
(c) উদারনীতিবাদী তাত্ত্বিকরা
(d) নীতিবাদী তাত্ত্বিকরা
উত্তর: A
প্রশ্ন:৭
রাষ্ট্রবিজ্ঞান কোন্ ধরনের বিজ্ঞান ?
(a) সম্পূর্ণ
(b) অসম্পূর্ণ
(c) সাবেকি
(d) নতুন
উত্তর: B
প্রশ্ন:৮
কার মতে, রাষ্ট্রবিজ্ঞান কর্তৃত্বমূলক সিদ্ধান্তকরণ প্রক্রিয়ার বিশ্লেষণ করে ?
(a) ট্রুম্যানের
(b) ইস্টনের
(c) স্পেনসারের
(d) লিপসনের
উত্তর: B
প্রশ্ন:৯
‘সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র’ তত্ত্বের প্রচারক হলেন—
(a) রবার্ট নজিক
(b) হবহাউস
(c) হায়েক
(d) ঈশিয়া বারলিন
উত্তর: A
প্রশ্ন:১০
দ্য পলিটিকাল সিস্টেম (The Political System) গ্রন্থের রচয়িতা—
(a) ডেভিড ইস্টন
(b) রবার্ট ডাল
(c) চার্লস মেরিয়ম
(d) সিডনি ভারবা
উত্তর: A
🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍
👉রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন - সেট ১ [PREV]
👉রাষ্ট্রবিজ্ঞান: বিষয় ও তার বিবর্তন - সেট ৩[NEXT]
🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍🟍
Comments
Post a Comment