ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন
➤➤➤➤প্রশ্ন:১
আরব দার্শনিক ইবন খালদুন আবর্তনশীল ধারণার ভিত্তিতে বিশ্ব-ইতিহাসের সময়কালকে বিভক্ত করেন—
(a) ৪ টি পর্বে
(b) ৫ টি পর্বে
(c) ৩ টি পর্বে
(d) ৭ টি পর্বে
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:২
কালচক্র ধারণার প্রবক্তা ছিল—
(a) ভারতীয়রা
(b) চিনারা
(c) সুমেরীয়রা
(d) আমেরিকানরা
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৩
কালের প্রতিটি আবর্তন যে হিসেবে চিহ্নিত, তা হল—
(a) যুগ
(b) ঋতু
(c) বছর
(d) মাস
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৪
ভারত ছাড়া আর যে দেশ ইতিহাসের আবর্তনশীল (Cyclical) ধারণার ওপর ভিত্তি করে চার যুগের বিভাজন করেছে, তা হল—
(a) কোরিয়া
(b) ইংল্যান্ড
(c) গ্রিস
(d) জাপান
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৫
প্রতিটি ঘটনা সঠিকভাবে বােঝার জন্য সময় উল্লেখের ওপর জোর দিতেন যে দেশের ঐতিহাসিকরা, সেটি হল—
(a) চিন
(b) জাপান
(c) আরব
(d) গ্রিস
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৬
আর্নল্ড টয়েনবি উল্লিখিত চক্রাকার যুগ পরিবর্তনের তিনটি স্তর হল—
(a) বৃদ্ধি, বিকাশ, ধ্বংস
(b) বিকাশ, ধ্বংস, পুনর্জন্ম
(c) জন্ম, বৃদ্ধি, ধ্বংস
(d) জন্ম, মৃত্যু, পুনর্জন্ম
উত্তর: A
➤➤➤➤প্রশ্ন:৭
আরব দার্শনিক ইবন খালদুন ইতিহাসের আবর্তনশীল ধারণার ওপর বিশদ আলােচনা করেন—
(a) ১২-১৩ শতকে
(b) ১৩-১৪ শতকে
(c) ১৪-১৫ শতকে
(d) ১৫-১৬ শতকে
উত্তর: C
➤➤➤➤প্রশ্ন:৮
ভারতে যুগ বিভাজনের চতুর্থ পর্যায়টি হল—
(a) দ্বাপর
(b) কলি
(c) সভ্য
(d) ত্রেতা
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:৯
সময়কে বিনাশহীন বলা হয়েছে—
(a) বাইবেলে
(b) ভগবদগীতাতে
(c) কোরানে
(d) ত্রিপিটকে
উত্তর: B
➤➤➤➤প্রশ্ন:১০
যুগের আবর্তনের সঙ্গে সঙ্গে কীসের উৎপত্তি, বিকাশ, অবক্ষয় এবং শেষে বিলয় ঘটে ?
(a) সমাজ
(b) ধর্ম
(c) সভ্যতা
(d) জাতি
উত্তর: C
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
👉ইতিহাসের প্রাকৃতিক উপাদান, প্রকৃতি, কাঠামো, ঐতিহ্য এবং যুগ বিভাজন সেট ১১[PREV]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment